Swasthya Sathi for Cable Operator: কেবল অপারেটরদের দেওয়া হবে স্বাস্থ্য সাথী, রাজ্য সরকার দিতে চলেছে আর কী কী সুবিধা

কেবল টিভি অপারেটারদের সামাজিক সুরক্ষা যোজনায় নিয়ে আসার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপারেটারদের সমস্যার কথা জানতে দুর্গা পুজোর আগে মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক করবেন। সম্প্রতি কলকাতা ওয়েলফেয়ার আ্যাসোসিয়েশন অব ব্রডব্যান্ড আ্যান্ড কেবল টিভি অপারেটার্স-এর ১২ তম বার্ষিক অনুষ্ঠানে দূরাভাসে মুখ্যমন্ত্রী জানান, কেবল অপারেটারদের প্রত্যেকে যাতে স্বাস্থ্য সাথী কার্ড পান, তা সরকার সুনিশ্চিত করবে। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের ভবিষ্যৎ স্কিম আছে। যাতে সরকার ৫ লক্ষ টাকা গ্র্যান্ট দেয়। ওই টাকা নিয়ে আপনারা গ্রামেগঞ্জে ব্যবসা করতে পারবেন। নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। আপনাদের যে কোনও বিপদে-আপদে আমি ছিলাম, আছি, থাকবো।’ 

(আরও পড়ুন: রেলি নদীর উপর ঝুলন্ত ব্রিজ, নির্জনতায় মোড়া কালিম্পংয়ের সুন্দরী গ্রাম, রইল ঠিকানা)

অনুষ্ঠানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এখন এমএসও, কেবল অপারেটারদের ব্যবসা চলছে না। বড় টেলিকম সংস্থাগুলি এখন এই ব্যবসায় এসে গিয়েছে। তারা এসে যাওয়ায় ডিরেক্ট-টু-হোম ব্যবহারের ফলে সমস্ত অপারেটার ও তাদের কর্মীদের পথে বসতে হচ্ছে।’

(আওর পড়ুন: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ, জারি রইল রাজ্য–রাজ্যপাল সংঘাতের আবহ)

ফিরহাদ জানান, রাজ্যে প্রায় ৫ লক্ষ কেবল অপারেটার রয়েছে। তাদের সঙ্গে আরও ৫০ লক্ষ মানুষ কাজ করেন। তাঁর কথায়, ‘আমাদের কোনও একটা পলিসি করতে হবে। বড় অপারেটার এসে যাওয়ায় ছোট বন্ধ হয়ে গেল, এটা হতে পারে না। আমরা আম্বানি, আদানিদের আনতে পারিনি। কিন্ত, গরিব মানুষের পাশে দাঁড়িয়েছি।’

(আরও পড়ুন: সাত সকালে তৃণমূল কর্মীর বাড়িতে সাদা থান, ফুলের মালা, চাঞ্চল্য নামখানায়)

তিনি জানান, বড় টেলিকম সংস্থা বেআইনি ভাবে ওভারহেড ফাইবার লাইন টানছে। সেই তার যখন কেটে পরিষ্কার করা হচ্ছে, তখন তাদের লবি কেবল অপারেটারদের আ্যারেস্ট করাচ্ছে। পুলিশি হেনস্থার শিকার হচ্ছে অপারেটাররা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। পরে সংস্থার পক্ষ থেকে ‘কলকাতা গৌরব’ সম্মান জানানো হয় সমাজের নানা ক্ষেত্রের গুণীজনদের।