US dismisses Pakistan’s theory: আফগান শরণার্থীদের ঘাড়ে জঙ্গি হামলার দায় ঠেলল পাকিস্তান, ফালতু কথা বলে ওড়াল US

আফগান শরণার্থীদের ঘাড়ে সন্ত্রাসবাদের দায় ঠেলে দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু বাস্তবে সেরকম কোনও ইঙ্গিত মেলেনি বলে সাফ জানিয়ে দিল আমেরিকা। হোয়াইট হাউসের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ইসলামাবাদ যে অভিযোগ করেছিল, সেটার কোনও ভিত্তি নেই। আফগানিস্তান থেকে আগত শরণার্থীদের কারণে সম্প্রতি পাকিস্তানে জঙ্গি হামলা বেড়েছে বা পাকিস্তানে অস্থিরতা তৈরি হয়েছে বলে কোনও প্রমাণ মেলেনি। তারইমধ্যে আফগান শরণার্থীদের পাকিস্তানে ‘আশ্রয়’ দেওয়ায় ইসলামাবাদের প্রশংসাও করেছে আমেরিকা।

আরও পড়ুন: Terrorist Neutralised: সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে যৌথ বাহিনীর রুদ্ধশ্বাস অভিযান! জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিহত ৪ জঙ্গি

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সোমবার সাংবাদিক হোয়াইট হাউসের জাতীয় সুরক্ষা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘(আমরা) এমন কোনও ইঙ্গিত পাচ্ছি না যে পাকিস্তানে থাকা আফগানিস্তানের কোনও শরণার্থী বা সীমান্ত লাগোয়া কোনও আফগান শরণার্থী সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত আছেন।’

আরও পড়ুন: Militant Attack: বালুচিস্তানে আর্মি চেকপোস্টে জঙ্গি হানা, চার পাক সেনার মৃত্যু, নিকেশ তিন সন্ত্রাসবাদী: Report

কিরবি সেই মন্তব্য করেছেন, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফের মন্তব্যের ঠিক দু’দিন পরেই। যিনি দাবি করেন যে আফগান শরণার্থীদের ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বড়সড় ভুল করেছে পাকিস্তান। তাঁর কথায়, ‘আফগান শরণার্থীদের যে সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে, তা বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ বাড়িয়েছে।’ সেইসঙ্গে তিনি জানান, আফগান শরণার্থীদের থাকতে দিয়ে ফল ভুগেছে পাকিস্তান। যাঁরা সন্ত্রাসমূলক কাজে জড়িত আছেন বলে দাবি করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী।

কার্যত একইসুরে সোমবার পাকিস্তানের সেনার ২৫৮ তম কোর কমান্ডার কনফারেন্সে পাকিস্তানি সেনার প্রধান জেনারেল আসীম মুনির দাবি করেন, একটি ‘প্রতিবেশী দেশে’ (নাম না করে তালিবান-শাসিত আফগানিস্তান) বিনা বাধায় থাকছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের জঙ্গিরা। সেখানে আধুনিক অস্ত্র প্রদান করা হচ্ছে। যা সাম্প্রতিক সময় পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দাবি করেন পাকিস্তানের সেনার প্রধান।

তবে আফগান শরণার্থীদের ঠাঁই দেওয়ায় পাকিস্তানের প্রশংসা করেছে আমেরিকা। হোয়াইট হাউসের জাতীয় সুরক্ষা বিষয়ক মুখপাত্র জানান, আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে মহৎ কাজ করেছে পাকিস্তান। সেজন্য পাকিস্তানের কাছে কৃতজ্ঞ আমেরিকা। যাঁরা স্রেফ নিজেদের জন্য একটি সুরক্ষিত আশ্রয়স্থান খুঁজছিলেন। সেইসঙ্গে পাকিস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করারও বার্তা দিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় সুরক্ষা বিষয়ক মুখপাত্র।