Economy meals: জেনারেল কামরার যাত্রীদের জন্য এবার ২০ টাকায় খাবার, স্বস্তি দেবে রেল

নিঃসন্দেহে স্বস্তির খবর। জেনারেল কোচে চেপে যারা রেল সফর করেন তাঁদের জন্য় সুখবর। এবার রেলওয়ে মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, জেনারেল কোচের যাত্রীদের জন্য় সস্তায় খাবার ও পানীয় জলের প্যাকেট তুলে দেওয়া হবে। রেলসফরে আরও স্বাচ্ছন্দ্য আনতে এই নয়া উদ্যোগ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর। এদিকে রেলওয়ে বোর্ডের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, জেনারেল কোচ যেখানে থামে সেখানে প্লাটফর্মের ধারে এই ধরনের খাবার ও জলের ব্যবস্থা রাখতে হবে। সেখান থেকে জল ও খাবার সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

বড় সুবিধা হবে যাত্রীদের। এই মিলকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটি খাবারের প্যাকেটে সাতটি করে পুরী থাকবে, তার সঙ্গে আলুর দম ও আচারের প্যাকেট থাকবে। সব মিলিয়ে দাম পড়বে ২০ টাকা। আর একটা প্যাকেটের দাম ৫০ টাকা। সেখানে মূলত দক্ষিণ ভারতীয় খাবার থাকতে পারে। ভাত, রাজমা, খিচুড়ি, পাওভাজি, মসালা ধোসা থাকতে পারে।

এই খাবারগুলি জেনারেল কামরার কাছে বিক্রি করা হবে। যাত্রীরা সেখান থেকে কম দামে খাবার সংগ্রহ করতে পারবেন। নির্দেশে বলা হয়েছে এই মিল রিফ্রেশমেন্ট রুমের জন আহার কেন্দ্র থেকে সরবরাহ করা হবে।

আপাতত ৬ মাসের জন্য় এই পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু হতে পারে। সূ্ত্রের খবর, আপাতত ৫১টি স্টেশনে এই পরিষেবা শুরু হবে। বৃহস্পতিবার থেকে আরও ১৩টি স্টেশনে এই পরিষেবা শুরু হবে।

কার্যত ভিড়ে ঠাসা থাকে এই জেনারেল কামরা। বাইরে বেরিয়ে খাবার নেওয়া তো দূরের কথা, একেবারে বাথরুমে যাওয়ার মতো পরিস্থিতিও থাকে না। অত্যন্ত কষ্ট করে তাঁদের যাতায়াত করতে হয় তাদের। তবে এবার কিছুটা হলেও স্বস্তির। কারণ সংরক্ষিত কামরায় খাবার দেওয়ার ব্যবস্থা থাকে। অনেকেই কামরা থেকে বেরিয়ে স্টেশন থেকে খাবার কিনতে পারেন। কিন্তু জেনারেল কামরার যাত্রীরা পড়ে যান সমস্যায়। তবে এবার অন্তত কম দামে খাবার আর জলটা পাবেন তারা। এটাই স্বস্তির।