Kunal Ghosh admitted to hospital: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ

ভার্টিগোর সমস্যা। মাথা ঘোরা, বমির সমস্যাও রয়েছে। হাসপাতালে ভর্তি করানো হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ইঞ্জেকশন ছাড়া ভালো করে ঘুমতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। 

তৃণমূল মুখপাত্র জানিয়েছেন, আপাতত কয়েকদিন তিনি যোগাযোগের বাইরে থাকবেন। ফলে ২১ জুলাইয়ের কর্মসূচিতে তিনি নাও থাকতে পারেন। কিছুদিন আগেও তিনি একই সমস্যা নিয়ে হাতপাতালে ভর্তি হয়েছিলেন। দ্বিতীয় বার তাঁকে একই সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করাতে হল।

(পড়তে পারেন। মমতার ফোন, একুশে জুলাইয়ের মঞ্চে নচিকেতার সঙ্গে দেখা যাবে সুমনকেও?)

সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছেন, গত ২০ দিনে দু’বার একই সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তবে এমন একটি সময় এই সমস্যা হল যখন দলের প্রধান কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতে থাকতে পারবেন না বলে অশঙ্কা প্রকাশ করেছেন কুণাল। তিনি লিখেছেন, ‘এখন হাসপাতালে ভর্তি। পরীক্ষা চলছে। চার, পাঁচ দিন যোগাযোগের বাইরে থাকতে হবে। আফসোস। কিন্তু শরীর সাড়া দিচ্ছে না।’

এবারের একুশে জুলাইয়ের কর্মসূচি দুটি কারণে তাৎপর্যপূণ। প্রথমত পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূলের এই বড় কর্মসূচি। ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শহিদদের কথা স্মরণে রেখে দলের বিজয় সমাবেশ হবে একুশে জুলাই। কিন্তু ভোট হিংসায় দশেরও বেশি তৃণমূল কর্মীর মৃত্যুর পর দলের সভানেত্রী জানান, একুশের সমাবেশ হবে শ্রদ্ধা দিবস।

আবার অন্য দিকে লোকসভা ভোটের আগেই এটাই তৃণমূল সবচেয়ে বড় কর্মসূচি। তাই সেদিক থেকে দেখলে কেন্দ্রীয় ভাবে দলীয় কর্মীদের বার্তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই সমাবেশ। এমন একটি সমাবেশে দলের অন্যতম মুখপাত্রের না থাকা তার কাছে বেদনায়দায়ক।