Kirit Somaiya’s alleged video: ‘খালি গায়ে অশ্লীল’ ভিডিয়ো ভাইরাল, বিতর্কে BJP নেতা, দাবি ‘মহিলাকে হেনস্থা করিনি’

বিজেপি নেতা কিরীট সোমাইয়া যে অশ্লীল ভিডিয়ো বিতর্কে জড়িয়েছেন, তা নিয়ে তদন্তের আশ্বাস দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। তিনি জানিয়েছেন, যাবতীয় অভিযোগ খতিয়ে দেখে বিস্তারিত তদন্ত করা হবে। বিরোধী নেতারা সেই অশ্লীল ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) নিয়ে সোমাইয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। নেমেছেন রাস্তায়। সোমাইয়া অবশ্য দাবি করেছেন যে তিনি কখনও কোনও মহিলাকে গালিগালাজ করেননি বা তাঁদের হেনস্থা করেননি।

ভাইরাল ভিডিয়োয় কী আছে?

সোমবার সন্ধ্যায় ‘লোকশাহি’ নামে একটি মারাঠি সংবাদ চ্যানেলে একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সম্প্রচারিত হয়। তারপরই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভাইরাল ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে, অধিকাংশ সময় আবছা করে রাখা হয়েছে। শেষের দিকে এক ব্যক্তির মুখ দেখা গিয়েছে। যিনি খালি গায়ে ছিলেন। ওই ব্যক্তি আদতে বিজেপির প্রাক্তন সাংসদ কিরীট বলে দাবি করা হয়েছে।

যে ভাইরাল ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) নিয়ে শুরু হয় তুমুল রাজনৈতিক বিতর্ক। শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী), এনসিপির মতো বিরোধী দলের নেতারা দাবি করেন, তাঁদের হাতে সোমাইয়ার এরকম অসংখ্য ভিডিয়ো আছে। ওই মারাঠি চ্যানেলে যে ভিডিয়ো সম্প্রচার হয়েছে, তা স্রেফ একটি নিদর্শন। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মহিলা কর্মীরা। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘হিন্দুস্তান টাইমস মারাঠি’-র প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র বিধান পরিষদের সভাকক্ষে একটি পেনড্রাইভ নিয়ে আসেন বিরোধী দলনেতা অম্বদাস দানভে। যে পেনড্রাইভে সোমাইয়ার আরও একাধিক ভিডিয়ো আছে বলে দাবি করেন মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা।

যদিও সোমাইয়া দাবি করেন যে তিনি কখনও কোনও মহিলাকে অসম্মান করেননি। গালিগালাজ করেননি বলেও দাবি করেছেন মহারাষ্ট্রের বর্ষীয়ান নেতা। সেইসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি চিঠির বয়ান প্রকাশ করে সোমাইয়া দাবি করেন, ‘একটি সংবাদ চ্যানেলে আমার একটি ভিডিয়ো ক্লিপিং দেখানো হচ্ছে। তাতে দাবি করা হচ্ছে যে আমি অনেক মহিলাকে হেনস্থা করেছি। এরকম নাকি অনেক ভিডিয়ো আছে। আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আমি কখনও কোনও মহিলাকে গালিগালাজ করিনি। দেবেন্দ্র ফড়ণবীসকে আর্জি জানাচ্ছি যে এরকম অভিযোগের তদন্ত করা হোক এবং ভিডিয়োর সত্যতা যচাই করা হোক।’

তারইমধ্যে বিধান পরিষদে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানান, সোমাইয়ার ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) বিতর্কে উচ্চপর্যায়ের তদন্ত হবে। কাউকে রেয়াত হবে না। বিরোধী দলগুলির কোনও অভিযোগ থাকলে তাও ভালোভাবে খতিয়ে দেখা হবে। কোনও অভিযোগ ধামাচাপা দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী।