Sourav Ganguly Gives His Verdict On BCCI Reportedly Being Unhappy By CAB Revealing ICC World Cup Ticket Price

নয়াদিল্লি: আর মাত্র ৭৭ দিনের অপেক্ষা। তারপরেই ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু হয়ে যাবে। সেই বিশ্বকাপের সূচি ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচগুলির জন্য টিকিটের দাম কী হবে, তা ইতিমধ্যেই সিএবির (CAB) অ্যাপেক্স কমিটির মিটিংয়ের পর জানিয়ে দেওয়া হয়েছে।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (Ind vs SA) ও সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার – ৯০০ টাকা। ডি ও এইচ ব্লক ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা এবং বি ও এল ব্লকের টিকিটের দাম ৩০০০ টাকা। বিশ্বকাপে বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ওয়ান (নেদারল্যান্ডস) ম্যাচের সব স্ট্যান্ডের আপার টিয়ারের টিকিটের দাম হবে ৬৫০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম হবে ১০০০ টাকা ও বি, সি, কে ও এল ব্লকের টিকিটের দাম হবে ১৫০০ টাকা। পাকিস্তান বনাম ইংল্যান্ড (Pak vs Eng) ও বাংলাদেশ বনাম পাকিস্তান (Bang vs Pak) ম্যাচের টিকিটের দাম হবে আপার টিয়ার – ৮০০ টাকা। ডি ও এইচ ব্লক ১২০০ টাকা। সি ও কে ব্লক ২০০০ টাকা এবং বি ও এল ব্লক ২২০০ টাকা।

তবে সিএবির এই কর্মকাণ্ডে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কিন্তু একেবারেই খুশি নয়। রিপোর্ট অনুযায়ী, বোর্ডের সঙ্গে কথাবার্তা না বলে টিকিটের দাম প্রকাশ করায় বিসিসিআই সিএবরি উপর বেশ চটেছে। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), দুই বোর্ডেরই প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি কিন্তু এই বিষয়ে সিএবির কোনও দোষ দেখতে পারছেন না। সৌরভ বলেন, ‘এটা তো সম্পূর্ণ সিএবির সিদ্ধান্ত। ওরাই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

খবর অনুযায়ী, সোমবার ১৭ জুলাই সোমবার সৌরভ ইডেন গার্ডেন্সে এসেওছিলেন। তিনি ঘণ্টা দু’য়েক সেখানে ছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে এক সিএসবি আধিকারিক জানান সৌরভের ইডেনে আসাটা সম্পূর্ণভাবেই মাঠটি বিশ্বকাপের জন্য কেমনভাবে সাজানো হচ্ছে, সেই বিষয়ে খোঁজ খবর নেওয়ার উপলক্ষ্যে। শেষমেশ সিএবি, বিসিসিআইয়ের এই চাপানউতোরের মধ্যে টিকিটের দামে কোনও বদল ঘটে কি না, এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: সকালের জলখাবারে যোগ করুন নারকেল জল, পাবেন একাধিক উপকার