Rohit Sharma Drops Major Update On Team India Playing XI For 2nd Test Vs West Indies

অ্যান্টিগা: আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) তৃতীয় টেস্ট। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। এই ম্য়াচ জিতলে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার সুযোগ থাকবে ভারতের সামনে। তবে এই ম্যাচ দুটো দেশের মধ্যে ১০০ তম টেস্টে ম্যাচ। ফলত এই ম্যাচের আলাদা এক মাত্রা যোগ করবে। ম্যাচের আগের দিন ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখেও শোনা গেল সেই কথা। 

রোহিত (Rohit Sharma) বলছেন, ”দুটো দেশের মধ্যে এই নিয়ে ১০০ তম টেস্ট ম্যাচ (100th Test Match) হতে চলেছে। যা সত্যিই একটা বিশেষ মুহূর্ত দুটো দলের কাছেই। দু দেশের অনেক ইতিহাস রয়েছে। যা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। এমনকী আমার যখন জন্ম হয়নি। দুটো দলই দারুণ ক্রিকেট খেলেছে। দর্শকদের আনন্দ দিয়েছে। আশা করি আসন্ন ম্যাচেও ঠিক তেমনই হবে। আবহাওয়া একটা শঙ্কার জায়গা। কিন্তু আমরা খেলাতেই ফোকাস করছি।”

ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। টেস্টেও প্রথম ম্যাচে নাকানিচোবানি খেয়েছে। একসময় বিশ্ব ক্রিকেটকে শাসন করা ক্যারিবিয়ানদের এই হাল কেন? হিটম্যান বলছেন, ”সত্যি বলতে আমি ওদের এই সমস্যার বিষয়টা নিজেও বুঝতে পারছি না। যতটুকু ওদের সঙ্গে বন্ধুত্ব রয়েছে বা খেলেছি, তাতে এটুকু বলতে পারি, অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। তবে ওদের দলে যদি স্পিনার থাকে, তাহলে হয়ত কিছুটা বেগ দিতে পারবে ওরা।”

এমন ঐতিহাসিক ম্যাচে অধিনায়কত্ব করবেন। রোহিত বলছেন, ”এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়কত্ব করা খুবই গর্বের বিষয়। এটি একটি ঐতিহাসিক ম্যাচ। এই ধরনের ম্যাচের অংশ হওয়া প্রতিদিন সম্ভব নয়। আমি এবং আমার দল অংশ হতে পেরে খুব ভাগ্যবান বোধ করছি। ২ দলই অতীতে দারুণ ক্রিকেট খেলেছে একসঙ্গে। আমি মনে করি ওয়েস্ট ইন্ডিজও এই ম্যাচে ভাল পারফর্ম করবে।”

অ্যান্টিগার পিচ কেমন দেখলেন? ভারত অধিনায়ক বলেন, ”ডমিনিকায় অনুশীলনের সময় পিচ দেখেছিলাম। সেখানকার পিচ সম্পর্কে একটা ধারণা হয়েছিল। সেই হিসেবে দল নির্বাচন করা হয়েছিল। কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। তাই পিচের পরিস্থিতি কেমন থাকবে, এখনও বলা মুশকিল।” দলে কি কোনও বদল হতে পারে? রোহিত কারও নাম না নিলেও আভাস পাওয়া গিয়েছে যে জয়দেব উনাদকাটকে হয়ত দ্বিতীয় টেস্টে বসানাে হতে পারে রিজার্ভ বেঞ্চে।