মিরপুরে সংঘর্ষে বিএনপির ৬০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজধানীতে বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের সঙ্গে মিরপুর বাংলা কলেজের সামনে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। ৬২০ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দারুস সালাম থানায় বাদী হয়ে বুধবার (১৯ জুলাই) মামলা দায়ের করেন বাংলা কলেজের শিক্ষার্থী মো. রুবেল হোসেন। দারুস সালাম থানার পুলিশ বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ জুলাই আনুমানিক দুপুর ১২টার দিকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের পদযাত্রা চলাকালীন বাংলা কলেজের দুই নম্বর মেইন গেটের সামনে দিয়ে যাওয়ার সময় বাদী মোহাম্মদ রুবেলসহ একাধিক ছাত্রের ওপর হত্যার উদ্দেশে হামলা হয়। তারা বাঁশ-লাঠি নিয়ে হামলা এবং ইট পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন গুরুতর আহত হন। এ সময় বাদীর একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

সরকারি বাংলা কলেজের আরেক ছাত্র সাদ্দাম হোসেনের মোটরসাইকেল লাঠি দিয়ে ভাঙচুর করে হামলাকারীরা।

মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, ঢাকা মহানগর উত্তর ও মিরপুরের বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপির যুবদল ও ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও ডজনখানেক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দারুস সালাম থানায় দায়ের করা মামলায় ১২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে পুলিশ।