Manipur: মণিপুরের মহিলাদের বিবস্ত্র করে প্যারাডের ঘটনায় আরও ৩ গ্রেফতার, এপর্যন্ত ধৃত মোট ৪

মণিরপুরের রাস্তায় দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো নিয়ে যে ভিডিয়ো সামনে এসেছে, তা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। গোটা দেশে এই ঘটনার সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। এদিকে জানা যায়, এই ঘটনায় এখনও পর্যন্ত ১ জন গ্রেফতার হয়েছে। ভিডিয়োয় উঠে আসা ঘটনা ছিল গত ৪ মের। তারপর এতগুলো দিনেও কেন বাকিরা গ্রেফতার হননি? প্রশ্ন উঠেছিল। এরপরই জানা গিয়েছে মণিপুরের ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

মণিপুর ভাইরাল ভিডিয়োয় উঠে আসা ঘটনায় মামলার সাথে জড়িত আরও তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।যে ভিডিয়োয় দুই মহিলাকে নগ্ন হয়ে প্যারেড হতে দেখা গিয়েছে সেই ভিডিয়োর ঘটনা সংক্রান্ত অভিযোগে এই গ্রেফতারি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। প্রধান অভিযুক্ত খুইরুম হেরাদাসকে আগের দিন থৈবাল জেলা থেকে গ্রেফতার করা হয়েছিল। ফলে এই ঘটনায় মোট ৪ জন গ্রেফতার হয়েছেন। এদিন , দিল্লিতে সংসদের বাদল অধিবেশনের শুরুতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইস্যুতে সরব হন। তিনি সাংবাদিকদেক মুখোমুখি হয়ে মণিপুরে ভিডিয়োর ঘটনা ঘিরে তীব্র নিন্দা করেন। মোদী বলেন,’ আমি জনজাতিকে আশ্বস্ত করতে চাই, কোনও অপরাধীকে রেহাই দেওয়া হবে না। আইন সর্বশক্তিমান। নিজের পথে আইন চলবে। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে তা কখনও ক্ষমা করা যাবে না।’ তিনি সাংবাদিকদের জানান যে তাঁর সঙ্গে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কথা হয়েছে। মোদী দাবি করেন, মুখ্যমন্ত্রীকে কড়া হাতে পরিস্থিতি সামাল দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এ সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ,’এমন ১০০ টি ঘটনা ঘটে গিয়েছে।’ তিনি বলেন, ‘’মাত্র একটি মামলা সামনে এসেছে। আমি এটাকে ধিক্কার জানাই, এটা মানবতার প্রতি অপরাধ। আমরা এই মামলায় একজনকে ধরেছি, আর চেষ্টা করছি সমস্ত অভিযুক্তদের এই মামলায় পাকড়াও করতে।’

এদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসের এক সংবাদের তথ্যে জানা যাচ্ছে, গণধর্ষণের পরে নগ্ন অবস্থায় প্রকাশ্য়ে রাস্তায় দুই মহিলাকে হাঁটানো হয়। নির্যাতিতা জানিয়েছেন, জানিয়েছেন, পুলিশ জনতার মধ্যে আমাদের ছেড়ে চলে গিয়েছিল। তিনি ওই সংবাদমাধ্যমকে জানান, গ্রাম থেকে কিছুটা দূরে পুলিশ আমাদের নিয়ে যাচ্ছিল। সেই সময় জনতার মধ্য়ে আমাদের ছেড়ে দেয় পুলিশ। পুলিশই আমাদের ওদের হাতে তুলে দিল।