East Bengal FC defeated Kidderpore SC 2-0

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম ম্যাচে রেনবো এফসি-র (Rainbow FC) বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচেই পশ্চিমবঙ্গ পুলিসকে (West Bengal Police) ৪-২ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই ধারাবাহিকতা বজায় রেখে বৃহস্পতিবার অর্থাৎ ২০ জুলাই খিদিরপুরকে (Kidderpore FC) ২-০ গোলে লাল-হলুদ। একাধিক গোলের সুযোগ হাতছাড়া করলেও, তুহিন দাস (Tuhin Das) ও শ্যামল বেসরার (Shyamal Besra) গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বিনো জর্জের (Boni George) ছেলেরা। 

প্রথম ম্যাচে গোলশূন্য ড্র। দ্বিতীয় ম্যাচ জিতলেও, ছেলেদের খেলায় খুশি ছিলেন দলের কোচ। এরপর হেড কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) অনুমতি নিয়ে সিনিয়র দল থেকে তিন জন ফুটবলারকে নেওয়া হয়। শৌভিক চক্রবর্তী আসেন মাঝমাঠে। এ ছাড়া সদ্য লাল-হলুদে সই করা গুরসিমরত গিল এবং মহম্মদ রাকিপওকে-ও দলে রাখা হয়। 

অভিজ্ঞ শৌভিক মাঠে নামতেই শুরু থেকেই দাপট দেখাতে থাকে লাল-হলুদ। সেই সুবাদে ৩২ মিনিটে প্রথম গোল পেয়ে যায় লাল-হলুদ। বিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে একাই বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন তুহিন। বক্সের সামান্য বাইরে থেকে তাঁর বাঁ পায়ের জোরালো শট ধরতে পারেননি বিপক্ষের গোলকিপার প্রিয়ন্ত সিং।

আরও পড়ুন: Neymar: বিশ্বকাপ ব্যর্থতায় টানা পাঁচদিন কেঁদে ভাসিয়েছিলেন নেইমার! নিতে চেয়েছিলেন অবসর!

আরও পড়ুন: Indian Football Team, FIFA Ranking: জোড়া ট্রফি জয়ের পুরস্কার, কত ধাপ এগিয়ে গেল সুনীলের ভারত? জানতে পড়ুন

ম্যাচের বাকি সময় লাল-হলুদের দাপট বজায় ছিল। বলের পজেশন ইস্টবেঙ্গলের দখলে থাকলেও, একাধিক গোল দখল ছিল ৬০ শতাংশ। কিন্তু কিছুতেই গোল আসছিল না। বিরতির সামান্য আগে ভাল জায়গায় ফ্রিকিক পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু শৌভিকের শট গোলের উপর দিয়ে বেরিয়ে যায়। বাকিরাও একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।  

দ্বিতীয়ার্ধেও ইস্টবেঙ্গলের চাপ বজায় ছিল। ৫২ মিনিটে জোড়া সেভ করেন প্রিয়ন্ত। শৌভিকের ফ্রিকিক থেকে গুরসিমরতের শট বাঁচিয়ে দেন খিদিরপুরের গোলকিপার। ফিরতি বল যাতে গোলে না ঢোকে সেইজন্য আবার ডাইভ মেরে বল বাঁচিয়ে নেন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করে বিপক্ষের কফিনে শেষ পেরেক পুঁতে দেন শ্যামল। ফলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে অনেকটা ভালো জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)