Murder at Rajarhat: রাজারহাটে প্যারোলে থাকা আসামীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই নিহত যুবক

খাস কলকাতায় ভর সন্ধ্যায় চলল গুলি। গুলিতে নিহত এক যুবক। নিহতের নাম দেবজ্যোতি ঘোষ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজারহাট নারায়ণপুর ফায়ার স্টেশনের সামনে এই গুলি চলে। পুলিশ জানিয়েছে, একাধিক বাইকে করে এসে দুষ্কৃতীরা একের পর এক গুলি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিধাননগর কমিশনারেটের পুলিশ।

জানা গিয়েছে নিহত দেবজ্যোতি ঘোষ প্যারোলে মুক্ত ছিলেন। তাঁকে নিয়মিত নারায়ণপুর থানায় হাজিরা দিতে হত। একটি গাড়ি করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। দেবজ্যোতিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, প্রায় ছ’রাউন্ড গুলি চলেছে। দেবজ্যোতির দিদি তানিয়া দে বলেন, ‘ভাই ওষুধ কিনতে বেরিয়ে ছিল। আমাকে ফোনও করে। পরে শুনলাম ভাইয়ের গুলি লেগেছে। বাড়িতে ওর স্ত্রী, চারদিনের বাচ্চা রয়েছে।’

(পডুন। নিউটাউনে সাপের কামড়ে কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের, চিন্তায় নাগরিকরা)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় কোনও দিন এই ধরনের ঘটনা ঘটেনি। এক বাসিন্দা বলেন, ‘বাড়ি ঢোকার সময় হঠাৎ শুনলাম বিকট আওয়াজ। প্রথমে ঠিক বুঝতে পারিনি। পরে জানাল মার্ডার হয়েছে। ’

পুলিশ এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে। দেবজ্যোতির সঙ্গে ওই গাড়িতে ছিলেন শুভ নামের এক ব্যক্তি। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রাস্তায় আলো না থাকায় দুষ্কৃতীরা সাহস পেয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁরা অবিলম্বে আলো লাগানোর দাবি তোলেন।