স্বাস্থ্যসাথীর প্রচার চন্দ্রযানে, অভিনব উদ্যোগ তৃণমূলের

আজ একুশে জুলাই শহীদ দিবস। শহীদ স্মরণে প্রতিবারের মতো এবার ধর্মতলায় সভা করা হয় তৃণমূলের তরফে। সেই উপলক্ষে বহু জেলা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা সকাল থেকেই ভিড় করেন ধর্মতলায়। কারও হাতে দেখা যায় তৃণমূলের পতাকা, কারও বুকে রয়েছে দলের ব্যাজ আবার লিফলেটও দেখা যায় অনেকের হাতে। অনেকেই বিজেপি বিরোধী লেখা স্লোগান পোস্টার নিয়ে সভায় যোগ দেন।  তবে একুশে জুলাইয়ের সভায় আজ নজর কেড়েছে চন্দ্রযান ৩–এর আদলে তৈরি রকেটের কাটআউট । যেখানে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার প্রভৃতি প্রকল্পের সুবিধা লেখা রয়েছে।

আরও পড়ুন: ২১শের মেলাতে বিক্রি হলেন অভিষেক, মমতার ছবির চাহিদা কি কমছে?

এর মাধ্যমে এদিন সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার চালান তৃণমূল কর্মী সমর্থকরা। জানা গিয়েছে, বরাহনগর পুরসভার কাউন্সিলর দিলীপ নারায়ন বসু নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা এদিন এভাবে সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার করেন। রকেটের কাট আউট নিয়েই সভাস্থলে পৌঁছন তৃণমূল কর্মী সমর্থকরা। প্রতি বছরের মতো এবারের একুশের সমাবেশেরও মূল বক্তা তথা আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও এদিন সভায় বক্তৃতা রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, যুবনেত্রী সায়নী ঘোষ, রাজ্য সভাপতি সুব্রত বক্সীর মতো নেতা নেত্রীরা। সভার শেষে বক্তব্য রাখেন মমতা। এদিন ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে মূলত তিনটি মঞ্চ তৈরি করা হয়। যার মধ্যে একটি মঞ্চে তৃণমূলের বিভিন্ন জনপ্রতিনিধিরা, একটিতে দলের ‘শহিদ পরিবার’–এর সদস্যরা এবং মূল মঞ্চে দলের শীর্ষ স্তরের নেতৃত্বরা ছিলেন। 

এদিন সকাল থেকেই একুশের শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় বিপুল জনসমাগম হতে দেখা গিয়েছে। কাতারে কাতারে ধর্মতলার অভিমুখে যেতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন, হাজরা মোড়, রাসবিহারো মোড়, শ্যাববাজারের দিক থেকে একের পর এক মিছিল দেখা গিয়েছে। যা সামলাতে ব্যস্ত থাকতে দেখা যায় কলকাতা পুলিশকে। বিভিন্ন জেলা থেকে আগত তৃণমূল কর্মী সমর্থকদের মুখে কখনও শোনা যায় বিজেপি বিরোধী স্লোগান, কখনও মোদী বিরোধী স্লোগান আবার কখনও ইন্ডিয়া জোটের স্বপক্ষে স্লোগান।

এবার পঞ্চায়েতে অধিকাংশ জায়গায় জয়ী হয়েছে তৃণমূল। তার ওপর  আগামী ২০২৪ সালে লোকসভা নির্বাচন রয়েছে। এই লক্ষ্যে মোদী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি এক ছাতার তলায় এসে নতুন প্লাটফর্ম তৈরি করেছে। যার বড় ভূমিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অন্যান্য বারের থেকে এদিনের একুশের সমাবেশ ছিল গুরুত্বপূর্ণ। তাই সভায় আগত তৃণমূল কর্মী সমর্থকরা যে যার মতো প্রচার করেছেন। তেমনিই রকেটের কট আউটে প্রচার করতে দেখা যায় তৃণমূলকে।