Indian Railways: যাত্রী সুবিধার্থে ছোট স্টেশনের সঙ্গে শহরের নাম যুক্ত করল ভারতীয় রেল

সাধারণত অনেক ক্ষেত্রেই রেল স্টেশনের নাম স্থানীয় অথবা জনপ্রিয় এলাকার সঙ্গে থেকে আলাদা হয়ে থাকে। যার ফলে টিকিট কাটতে গিয়ে বিভ্রান্তিতে পড়েন পর্যটকরা। অর্থাৎ পর্যটনকেন্দ্রের নামের থেকে আলাদা হয়ে থাকে রেল স্টেশনের নাম। ফলে কোন স্টেশনে নামলে সুবিধা হবে তা নিয়ে সমস্যায় পড়েন পর্যটকরা। সেই সমস্যা দূর করতে এবার একেবারে নতুন উদ্যোগ নিল রেল। যাত্রীদের সুবিধার্থে ছোট স্টেশনের নামের সঙ্গে জনপ্রিয় স্থান অথবা শহরের নাম যুক্ত করল ভারতীয় রেল। আজ ২১ জুলাই থেকে স্যাটেলাইট স্টেশনগুলিকে শহরের নামের সঙ্গে যুক্ত করা হয়েছে। যেমন সিউড়ির সঙ্গে অন্ডালকে যুক্ত করা হয়েছে। এর ফলে টিকিট সংরক্ষণে যাত্রীদের সুবিধা হবে বলে মনে করছে রেল। তাছাড়া, এর ফলে সহজেই পর্যটকরা মোবাইল অ্যাপের মাধ্যমে স্টেশনের নাম খুঁজে বের করতে পারবেন। ফলে তাঁদের কাছে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ এবং উন্নত হবে বলে মনে করা হচ্ছে। আজ থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে গোটা দেশে।

আরও পড়ুন: একাধিক বন্দে ভারতের ভাড়া কমানোর পথে রেল, কোন কোন রুটে? বাংলার ট্রেনেও কমবে?

নয়া ব্যবস্থায় ৭২৫টি স্টেশনকে ১৭৫ টি জনপ্রিয় স্থান অথবা এলাকার নামের সঙ্গে যুক্ত করা হয়েছে। পশ্চিমবাংলার বেশ কয়েকটি স্টেশন ছাড়াও নয়ডাকে নতুন দিল্লির সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া, কাশি, কেদারনাথ, বদ্রীনাথ, বৈষ্ণোদেবী প্রভৃতি পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে স্থানীয় স্টেশনের ম্যাপিং করা হয়েছে। এই নতুন ব্যবস্থায় পর্যটকরা খুব সহজেই স্টেশনের নাম খুঁজে পাবেন। শুধু তাই নয়, এর ফলে পর্যটকদের মধ্যে বিভ্রান্তীও থাকবে না। এই ব্যবস্থা চালু করার জন্য প্রযুক্তিগত পরিবর্তন করেছে ভারতীয় রেল। এছাড়া ই টিকিট বুকিং ওয়েবসাইটে প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে। এর ফলে জার্নি প্ল্যানারে স্টেশনের নাম দিলে জনপ্রিয় জায়গার নাম দেখাবে।

কী কী সুবিধা হবে যাত্রীদের?

যাত্রীরা খুব সহজেই নির্দিষ্ট জায়গার টিকিট কাটতে পারবেন। এর ফলে যাত্রীদের গন্তব্য স্টেশন খুঁজে নিতে কোনও অসুবিধা হবে না। এই ব্যবস্থায় স্যাটেলাইট শহরগুলিকে নিকটবর্তী স্টেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এছাড়া স্থানীয় শহরের নাম দিয়ে সেখানকার বাসিন্দাদের গুরুত্ব প্রদান করা হয়েছে। যার ফলে গর্ববোধ করবেন স্থানীয়রা। শুধু তাই নয়, যদি কোনও স্টেশন রক্ষণাবেক্ষণের কাজে বন্ধ থাকে তাহলে পরিবর্তিত স্টেশনের নাম জার্নি প্ল্যানারে দেখা যাবে। এরফলে যাত্রীদের সুবিধা হবে মনে করছেন রেলের আধিকারিকরা।