Rishabh Pant is making big strides in his recuperation following a horrific car accident

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গত ৩০ ডিসেম্বরের বুক কাঁপিয়ে দেওয়া গাড়ি দুর্ঘটনা এখন অতীত। খারাপ সময় কাটিয়ে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এবার তাঁর লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে নেমে পড়া। সেই টার্গেট নিয়েই বেঙ্গালুরুর (Bengaluru) জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) প্রতিদিন নিজেকে নিংড়ে দিচ্ছেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার। এর আগে কখনও হাঁটতে, কখনও হাঁটু মুড়ে বসতে, কখনও আবার দেখা গিয়েছে প্রাথমিক অনুশীলন সারতে দেখা গিয়েছিল। সেখানে তাঁর সঙ্গে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারদের দেখা গিয়েছিল। এবার আরও একটি ঋষভের সামনে এসেছে। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ভিডিয়ো দেখে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) খুশি হতেই পারেন। ঋষভের উন্নতি দেখে তাঁর ভিডিয়ো পোস্টে ইতিবাচক কমেন্ট করেছেন কেএল রাহুল (KL Rahul), সূর্য কুমার যাদবের (Suryakumar Yadav) মতো সতীর্থরা। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে লাইট ওয়েট লিফটিং করছেন ঋষভ। এই ভিডিয়োতে আগের থেকেও অনেক বেশি ফিট দেখিয়েছে তাঁকে। এই ভিডিয়োতে ঋষভের যে শরীর চর্চার মুহূর্ত সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে খুব অনায়াসেই পায়ের উপর ভর দিয়ে ওয়েট লিফটিং করতে দেখা গিয়েছে। ব্যাথা বা যন্ত্রণা, অন্য কোনও সমস্যার লেশ টুকুও নেই তাঁর চোখে-মুখে। 

ফলে বোঝা যাচ্ছে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। ঋষভ না থাকায় সাদা বলের ক্রিকেটে না হলেও লাল বলের ক্রিকেটে সমস্যা পড়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই সেটা দেখা গিয়েছে। শ্রীকর ভরত ব্যাট হাতে ব্যর্থ। ঈশান কিশন এখনও বড় রান পাননি। কেএল রাহুল ধীরে ধীরে ফিট হলেও, ঋষভের অভাব পূরণ করা তাঁর পক্ষে সম্ভব নয়। এর আগে গত কয়েক মাসে এভাবেই নিজের ফিটনেসের আপডেট দিচ্ছিলেন এই তরুণ। 

আরও পড়ুন: Yashasvi Jaiswal, WI vs IND: দুই ‘লেজেন্ড’ বিরাট-রোহিতের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা কেমন? অকপটে জানালেন যশস্বী

আরও পড়ুন: Kolkata Metro: খেলাধুলা আপাতত বন্ধ! পার্পল লাইনকে জায়গা করে দিতেই সরবে ময়দানের পাঁচটি ক্লাব? আলোচনা তুঙ্গে

গত ৪ এপ্রিল আইপিএল-এ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দিল্লির ম্যাচ চলার সময়  অরুণ জেটলি স্টেডিয়ামে এসেছিলেন পথ দুর্ঘটনায় আহত ঋষভ। তিনি যাতে মাঠে এসে খেলা উপভোগ করতে পারেন, সেইজন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে ঋষভের জন্য কর্পোরেট বক্সে বিশেষ র‌্যাম্প তৈরি করা হয়। সেখানেই গিয়ে বসেছিলেন তিনি। সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। তাঁর পরনে ছিল সাদা রঙের গোলগলা টি-শার্ট ও কালো রঙের হাফ প্যান্ট।

গত ৩০ ডিসেম্বর ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ। পুড়ে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রথমে দেরহাদুন ও পরে মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হয় ভারতীয় উইকেটকিপারের। গত ১৬ জানুয়ারি টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, ‘সকলে যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।’ এরপর সোশ্যাল মিডিয়াতে নিজের সুস্থতার আপডেট দিয়ে আরও কয়েকটি পোস্ট করেছিলেন ঋষভ। তাছাড়া তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন হরভজন সিং, সুরেশ রায়নার মতো প্রাক্তনরা।  

চিকিৎসকরা জানিয়েছিলেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও আপাতত মাঠে ফেরা হচ্ছে না তাঁর। কারণ পুরোপুরি ফিট হতে এখনও অনেকটাই সময় লাগবে ঋষভের। কড়া নিয়ম মেনে চলবে রিহ্যাব। এখন ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ঋষভ কামব্যাক করতে পারেন কিনা সেটাই দেখার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)