Reliance Jio Q1 net profit: জিওর লাভ একলাফে বাড়ল, খুশির বিবৃতি আম্বানির

জুন কোয়ার্টারে বেশ লাভের মুখ দেখল জিও ইনফোকম লিমিটেড। কারণ গ্রাহকদের কাছ থেকে তাদের আয় বেড়েছে। এর জেরে আরও চাঙা হচ্ছে তাদের টেলিকম শাখা। গত তিন মাসে তাদের রাজস্ব ২.৭৬ শতাংশ বেড়েছে। এটা বেড়ে হয়েছে প্রায় ২৪,০৪২ কোটি টাকা। গত ৩ জুন সেই কোয়ার্টারটা শেষ হয়েছিল। আর তাতেই দেখা যাচ্ছে একেবারে লাভে লাভ জিও।

এককথায় জিওর এখন পৌষমাস। জিও প্লাটফর্মস লিমিটেডে ইয়ার অন ইয়ার নেট প্রফিট বেড়েছে ১২.৫ শতাংশ। এপ্রিল-জুন কোয়ার্টারে ৫,০৯৮ কোটি টাকা। বার্ষিকভাবে এই আয় বৃদ্ধির পরিমাণ ১১.৩ শতাংশ। বার্ষিক ভিত্তিতে তার পরিমাণ ৩০,৬৪০ কোটি টাকা।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি একটি বিবৃতিতে জানিয়েছেন, জিওর গ্রাহক বেস বেড়েছে। এর জেরে এই ডিজিটাল সার্ভিসের ব্যবসায় আর্থিক বৃদ্ধিতে প্রভাব পড়েছে।

তবে রিলায়েন্সের শেয়ার শুক্রবার বোম্বে স্টক এক্সচেঞ্জে কিছুটা নেমেছিল। ৩.১৯ শতাংশ নীচে ছিল।

এদিকে সূত্রের খবর, রিলায়েন্স জিওর মোট আয় গত বছরে ছিল ২১,৯৯৫ কোটি। এবার সেটা বেড়ে হয়েছে, ২৪,১২৭ কোটি টাকা। খবর বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রে।

২০২২ সালে জুন কোয়ার্টারের তুলনায় এবছরের ওই সময়কালে কোয়ার্টারে রেভিনিউ প্রায় ৯.৯ শতাংশ বেড়েছে। গত বছর ছিল ২১,৮৭৩ কোটি। এবার হয়েছে ২৪,০৪২ কোটি। জিও মূলত ডিজিটাল দুনিয়ায় বড় বাজার ধরার চেষ্টা করছে। তার জেরেই জিওর গ্রাহক সংখ্যাও বাড়ছে। আয়ও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। যার জেরে লাভবান হচ্ছে জিও।