আপনাকে ভোট দেওয়া ভুল হয়েছে, ফোনে গৌতম দেবকে ভর্ৎসনা শিলিগুড়ির বাসিন্দার

‘এখন মনে হচ্ছে আপনাকে ভোট দেওয়া ভুল হয়েছে’ টক টু মেয়র’ কর্মসূচিতে ফোন করে মেয়রের উদ্দেশে এই মন্তব্য করলেন শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। যদিও তার সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মেয়র গৌতম দেব। তবে এই ধরনের ফোনে রীতিমতো অস্বস্তিতে মেয়র গৌতম দেব।

শিলিগুড়ি পুরো এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগ শুনতে প্রতি শনিবার ‘টক টু মেয়র’ কর্মসূচি করেন মেয়র গৌতম দেব। শনিবার সকাল ১১ টা থেকে টেলিফোনে শিলিগুড়ি শহরবাসী নানা অভিযোগ জানান মেয়রকে। তেমনি নিজেদের এলাকার সমস্যা জানাতে ফোন করেছিলেন শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব একতিয়াসাল এলাকার বাসিন্দা সমীর আর্য। এদিন তিনি টেলিফোনে ফোন করে মেয়রকে এলাকার প্রধান রাস্তার বেহাল দশা বলে অভিযোগ করেন। পাশাপাশি তিনি মেয়রকে বলেন এর আগে তিনি ওই এলাকায় এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই রাস্তা মেরামত করে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ হয়নি। তাহলে এদিন তিনি মেয়রকে সরাসরি টেলিফোনে বলেন, এখন তো মনে হচ্ছে আপনাকে ভোট দেওয়া ভুল হয়েছে।

শিলিগুড়ির বাসিন্দার কাছ থেকে টেলিফোনে সরাসরি এই ধরনের মন্তব্য শুনে কিছুটা অস্বস্তিতে পড়েন মেয়র গৌতম দেব। তিনি ওই ব্যক্তিকে টেলিফোনে ওই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি তাকে জিজ্ঞাসা করেন এই সমস্ত অভিযোগ তিনি সাংসদ কিংবা বিধায়ক কে জানিয়েছেন কি না? এমনকী ব্যক্তি রাজনৈতিক উদ্দেশপ্রণোদিতভাবে মন্তব্য করছেন বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।

এই ঘটনা নিয়ে স্থানীয় বিধায়ক শংকর ঘোষ বলেন, রাস্তা সারানোর প্রতিশ্রুতি তো দিয়ে এসেছিলেন মেয়র নিজে, তাহলে মানুষ বিধায়কের কাছে জবাবদিহি চাইবে কেন? রাস্তা কেন হয়নি তার জবাব গৌতমবাবুকেই দিতে হবে। গায়ের জোরে ছাপ্পা মেরে শিলিগুড়ি পুরনিগম দখল করেছে তৃণমূল। মানুষের রোষ তো তাদের দেখতে হবেই। বিধায়ক আর সাংসদের কোটে বল ঠেলে আর বাঁচা যাবে না।