এক ওভারে তাসকিনের ৩ উইকেট, আলো ছড়ালেন মুশফিকও

জিম আফ্রো টি-টেন লিগে হারারে হারিকেন্সের বিপক্ষে বুলাওয়ে ব্রেভস জিতেছে ৪৯ রানে। দলের হয়ে ২ ওভারে ৭ রান দিয়ে এক উইকেট নেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। শুক্রবার একই দিনে দ্বিতীয় ম্যাচ খেলতে নামে তার দল। এবার প্রতিপক্ষ মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোস। বল হাতে এই ম্যাচে আরও ভয়ঙ্কর তাসকিন। এক ওভারে নেন ৩ উইকেট! আর টুর্নামেন্টে অভিষেক ম্যাচে আলো ছড়ালেন মুশফিকও।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে তাসকিন ফেরান মোহাম্মদ হাফিজকে। প্রথম বলেই ১ রানে তাকে ফিরতি ক্যাচে আউট করেন এই পেসার। শেষ দুই বলে রবি বোপারা ও ডিলানো পটগিয়েটারকে প্যাভিলিয়নে ফেরান তাসকিন। ইনিংসের প্রথম ওভারে বল করে ৫ রান দেন তিনি। ২ ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নেন ডানহাতি পেসার।

তাসকিনের মতো মুশফিকও তার পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি মাত্র ২৩ বল খেলে।

ছয় নম্বরে ব্যাট করতে নেমে পটগিয়েটারের সঙ্গে ৩৬ ও ওয়েলিংটন মাসাকাদজার সঙ্গে ৩৭ রানের জুটি গড়েন মুশফিক। ইনিংসের শেষ বলে অষ্টম চার মারেন তিনি।  

৭ উইকেট হারিয়ে ১০৫ রান করে জোবার্গ।

মুশফিকের প্রচেষ্টা বিফলে যায়নি। বুলাওয়ে ৯ উইকেটে ৯৫ রানে থামে। মোহাম্মদ হাফিজ ২ ওভারে ৬ উইকেট দেন মাত্র ৪ রান দিয়ে। এছাড়া ওয়েলিংটন তার প্রথম ওভারে বুলাওয়ের তিন ব্যাটারকে ফেরান। ১০ রানে জিতে গেছে জোবার্গ।