BJP নেতাদের বাড়ির নিরাপত্তার দায়িত্ব দলের, TMCর কর্মসূচি নিয়ে বললেন শুভেন্দু

বিজেপি নেতাদের বাড়ি ও পরিবারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দলের। তৃণমূলের কর্মসূচির পালটা হবে। শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলা শাসকের দফতরের সামনে এমনই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এর ফল মারাত্মক হবে এই হুঁশিয়ারিও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখলাম।

শুক্রবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে রাজ্যের বকেয়া আদায়ে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অগাস্ট তৃণমূল কর্মীরা ৮ ঘণ্টা ধরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করে রাখবেন বলে জানান তিনি। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, ঘেরাও হবে, তবে ১০০ মিটার দূরে। আর বাড়িতে ঢুকতে – বেরোতে বাধা যেন কেউ না পায়। কর্মসূচি পালন হবে ব্লক স্তর থেকে।

এর জবাবে শুভেন্দুবাবু বলেন, ‘আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমাদের সমস্ত কর্মীদের বাড়িকে, তাদের স্ত্রী, পুত্র, পরিবারকে, তাদের বাবা – মাকে রক্ষা করার দায়িত্ব বিজেপির। বিরোধী দলনেতা হিসাবে আমি এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখব। এর ফল মারাত্মক হবে এই হুঁশিয়ারিও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখলাম।

এটা অহঙ্কারী – দাম্ভিক নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। কোনও দিন ভূভারতে বাড়িতে আক্রমণ কেউ করেনি। এর প্রবণতাই বাড়িতে আক্রমণ করা। আামর বাড়িতে বারে বারে আক্রমণ করেছে। আমাকে হাইকোর্টে যেতে হয়েছে’।

এদিন ভোট হিংসায় মৃত বিজেপি কর্মীর পরিবারকে নিয়ে পুলিশ সুপারের দফতরে FIR করতে যান শুভেন্দুবাবু। বেরিয়ে তিনি অভিযোগ করেন, বিষ্ণুপুরের আইসি পরিবারের অভিযোগ গ্রহণ করেননি। তাই আমরা পুলিশ সুপারের দফতরে এসে অভিযোগ করলাম।