Abhishek Banerjee: BJP নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেওয়ায় অভিষেকের বিরুদ্ধে একের পর এক FIR

বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২টি FIR দায়ের করল বিজেপি। কলকাতার হেয়ার স্ট্রিট ও রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ই-মেইলের মাধ্যমে। এর মধ্যে একটি অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী। অন্যটি করেছেন পূর্ণিমা চক্রবর্তী নামে এক মহিলা বিজেপি নেত্রী।

শুক্রবার তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্রীয় বরাদ্দ আদায় করতে আগামী ৫ অগাস্ট ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মীরা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সময় বলেন, কর্মসূচি হবে ব্লক স্তরে। ঘেরাও কর্মসূচি করতে হবে বাড়ি থেকে অন্তত ১০০ মিটার দূরে। যাতে কেউ বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ না করতে পারে।

এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়ে রাজর্ষিবাবু লিখেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা এই কর্মসূচি ভারতীয় সংবিধান বিরোধী। সংবিধান অনুসারে প্রত্যেক ভারতবাসীর দেশের যে কোনও জায়গায় যাওয়ার অধিকার রয়েছে’।

তৃণমূলের এই মন্তব্য নিয়ে শুক্রবার বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা কঠিন ব্যবস্থা নিচ্ছি। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমাদের সমস্ত কর্মীদের বাড়িকে, তাদের স্ত্রী, পুত্র, পরিবারকে, তাদের বাবা – মাকে রক্ষা করার দায়িত্ব বিজেপির। বিরোধী দলনেতা হিসাবে আমি এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখব। এর ফল মারাত্মক হবে এই হুঁশিয়ারিও আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে রাখলাম’।

তিনি বলেন, ‘এটা অহঙ্কারী – দাম্ভিক নিষ্ঠুরতার বহিঃপ্রকাশ। কোনও দিন ভূভারতে বাড়িতে আক্রমণ কেউ করেনি। এর প্রবণতাই বাড়িতে আক্রমণ করা। আামর বাড়িতে বারে বারে আক্রমণ করেছে। আমাকে হাইকোর্টে যেতে হয়েছে’।