HC Judge: দরজা খুলে রাখায় পালিয়েছে পোষা কুকুর, নিরাপত্তা কর্মীদের বরখাস্ত চাইলেন বিচারপতি

দরজা ঠিকমতো বন্ধ না রাখার ফলে পালিয়ে গিয়েছে বাড়ির পোষা কুকুর। তার বাড়ির নিরপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বরখাস্ত করার আবেদন জানিয়ে দিল্লি পুলিশের যুগ্ম কমিশনারকে চিঠি দিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জে গৌরাঙ্গ কান্থ। তিনদিন আগে তাঁকে কলকাতা হাইকোর্ট স্থানান্তরিত করা হয়েছে।

(পড়তে পারেন। জিমে ২১০ কেজি বারবেল তোলার সময় দুমড়ে যায় ঘাড়, মৃত্যু বিখ্যাত বডি বিল্ডারের)

দিল্লি পুলিশকে দেওয়া চিঠিতে বিচারপতি লিখেছেন, ‘আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি। আমার বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা দিল্লি পুলিশের কর্মীদের দায়িত্বজ্ঞানহীনতায় আমার পোষ্য কুকুরটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি বড়ই উদ্বেগের। কারণ বাংলোর দরজা ঠিকমতো বন্ধ না করার কারণেই পোষা কুকুরটি দরজা দিয়ে পালিয়েছে। এ নিয়ে তাঁদের একাধিকবার সতর্ক করেছিলাম। তাঁদের বলেছিলাম বাংলোর দরজা বন্ধ রাখতে। তা সত্বেও তাঁরা সেই সতর্ক বার্তায় গুরুত্ব দেননি। নিরাপত্তাকর্মীদের এধরণের আচারণ আমাকে চিন্তিত করছে। তাঁদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচারণের জন্য আমার ও আমার পরিবারের নিরাপত্তা  যে কোনও মুহূর্তে সঙ্কটে পড়তে পারে। আমার বাসভবনে যে কোনও সময়ে অপ্রতীতিকর ঘটনা ঘটতে পারে। ’

(পড়তে পারেন। পাক পরিচারিকাকে বেধড়ক মার চিনা রাষ্ট্রদূতের স্ত্রীর, দেখুন সেই ভাইরাল ভিডিয়ো)

তাই তিনি তাঁর বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বারখাস্ত চেয়েছেন। এর সঙ্গে তার কুকুর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার তদন্ত দাবি করেছেন দিল্লি পুলিশের কাছে। তিনি লিখেছেন, ‘একজন সরকারি কর্মচারী হিসাবে তাঁদের অযোগ্যতার জন্য আমি ওই পুলিশ কর্মীদের বরখাস্ত করার আবেদন জানাচ্ছি। যাঁদের জন্য আমার এবং আমার পরিবার মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারত। ’ আগামী তিনটি কর্মদিবসের মধ্যে ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানানোর দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।