পিঠে ৬ ইঞ্চির ছুরি গেঁথে দিয়েছিল দুষ্কৃতীরা, জটিল অপারেশন করে বের করল AIIMS

দিল্লির এইমস হাসপাতালে অস্ত্রোপচার করে এক ব্যক্তির পিঠ থেকে বের করা হল ছয় ইঞ্চি লম্বা ছুরি। এই অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুষ্কৃতীরা ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করেছিল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এইমস হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে তাঁর পিঠ থেকে ছুটি বের করা হয়েছে।

আরও পড়ুন: ওইটাও খুলে ফেল! অপারেশন থিয়েটারে তরুণীকে সব কাপড় খুলতে বললেন চিকিৎসক 

জানা গিয়েছে, বছর ৩০-র ওই ব্যক্তি হরিয়ানার কারনালের বাসিন্দা। ঘটনাটি ঘটেছিল গত ১২ জুলাই। ওই ব্যক্তির একটি সোনার দোকান রয়েছে। সেখানে চুরির উদ্দেশ্যে গিয়েছিল দুষ্কৃতীদের দল। তাদের বাধা দিতে গেলে ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করে দুষ্কৃতীরা। হাসপাতালের ট্রমা সেন্টারের প্রধান কামরান ফারুক বলেন, ‘পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় রোগীকে ওইদিনই রাতে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রোগীর অস্ত্রোপচার করা হয় গত ১৩ জুলাই।’ 

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ওই বাসিন্দাকে দুপুর দুটোর দিকে ছুরিকাঘাত করা হয় এবং রাত ১০টার দিকে এইমস হাসপাতালে যাওয়ার আগে তাঁকে দুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এর ফলে রোগীর অবস্থা আশঙ্কাজনক হয়ে গিয়েছিল। এইমস হাসপাতালে পৌঁছানোর পরেই ওই রোগীর চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসক অমিত গুপ্তা বলেন, ‘রোগীর অস্ত্রোপচার বেশ চ্যালেঞ্জিং কেস ছিল। কারণ তাঁকে পিঠে ছুরিকাঘাত করা হয়েছিল। এই ক্ষেত্রে, রোগী পিঠে শুয়ে থাকতে পারছিলেন না। নাড়াচাড়া করলে সেক্ষেত্রে মেরুদণ্ডে বড় আঘাত হওয়া সম্ভাবনা ছিল। ছুরিটি হৃৎপিণ্ডের কাছাকাছি লেগেছিল। যার ফলে সেটি মারাত্মক অবস্থায় ছিল।

রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই চিকিৎসকরা জরুরি ভিত্তিতে রোগীর সিটি স্ক্যান করেন। সিটি স্ক্যানে দেখা যায়, ছুরিটি ভার্টিব্রাল কলামের হাড় ভেঙে দিয়েছে। ছুরিটি মেরুদণ্ডের ভিতরে প্রবেশ করেছিল। অস্ত্রোপচার করে খুব সাবধানে ছুরিটি বের করা হয় বলে জানান চিকিৎসকরা। এরপর মেরুদণ্ডের ওই অংশে রড লাগানো হয় বলে জানান চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত রোগী সুস্থ রয়েছেন।

অন্যদিকে, দুষ্কৃতীদের এই হামলার ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে পুলিশ দোকান এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।