বাঘে-হাতিতে একসঙ্গে কী হবে? প্রকল্প জুড়ে দেওয়া নিয়ে সরব বিশেষজ্ঞরা

বাঘ প্রকল্প বা প্রোজেক্ট টাইগারকে সংযুক্ত করা হল প্রোজেক্ট এলিফ্যান্ট বা হাতি প্রকল্পের সঙ্গে। সম্প্রতি পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। সংযুক্তিকরণের পর নয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘প্রোজেক্ট টাইগার অ্যান্ড এলিফ্যান্ট’। তবে এই সংযুক্তিকরণের ফলে পরিবেশ ও প্রাণীবিশেষজ্ঞদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মন্ত্রক সূত্রে খবর, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে কোনওরকম আলোচনা করা হয়নি। হঠাৎ করেই ঘোষণা করা হয়েছে এই নয়া সংযুক্তিকরণ। এই নিয়ে পরিবেশ সংরক্ষণ বিশেষজ্ঞদের একাংশ রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন।

(আরও পড়ুন: লাল লাল চেরির মধ্যে লুকিয়ে ‘দামি’ টমেটো! খুঁজে বার করতে পারলেই বিশেষ পুরস্কার )

প্রবীণ অরণ্য বিশেষজ্ঞ ও আধিকারিকদের একাংশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এর পর ব্যাঘ্র প্রকল্পের গুরুত্ব কমে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। এতে বিপন্ন বাঘেদের সংরক্ষণের প্রক্রিয়া অনেকাংশে ব্যাহত হবে বলেই মত বিশেষজ্ঞদের। একাংশের মতে, এই সংযুক্তিকরণের ফলে আদতে নিঃশব্দে একটা প্রকল্পকে কবর দেওয়া হল। নাম প্রকাশে অনিচ্ছুক ডব্লিউডব্লিউএফ-এর এক কর্তা এই দিন হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, এই সিদ্ধান্তের ফলে বাঘ প্রকল্পের গুরুত্ব কমে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। যা কোনওভাবেই কাম্য নয়।

(আরও পড়ুন: বর্ষায় স্যাঁতসেঁতে দশা হেঁশেলের ! ৪ উপায়ে ভালো রাখুন আপনার রান্নাঘর )

প্রসঙ্গত, হাতি প্রকল্প বা প্রোজেক্ট এলিফ্যান্টটি প্রথম থেকেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রকের বন্যপ্রাণী দফতরের একটি অংশ ছিল। এবার তার সঙ্গেই যুক্ত হতে চলেছে প্রোজেক্ট টাইগার। ইতিমধ্যেই এই সিদ্ধান্তের পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করেছেন বিশেষজ্ঞদের একাংশ। পরিবেশ ও প্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞদের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল বোর্ড অব ওয়াইল্ড লাইফের চেয়ারপার্সন। ফলে তার এই ঘটনায় হস্তক্ষেপ করা উচিত। এই ঘটনায় দ্রুত হস্তক্ষেপ করে নয়া সিদ্ধান্তের প্রত্যাহারের দাবিও করা হয়েছে মোদীর কাছে। প্রোজেক্ট টাইগারকে পুনরায় স্বমহিমায় ফিরিয়ে আনার আবেদন করা হয়েছে।

তবে শুধু বাঘ নয়, এর পাশাপাশি হাতি প্রকল্পকেও স্বতন্ত্রভাবে মর্যাদা দেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক প্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞ বলেন, প্রধানমন্ত্রীর প্রোজেক্ট এলিফ্যান্ট বা হাতি প্রকল্প নিয়েও আলাদা করে ভাবা উচিত। এই প্রকল্পের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করে এই বিভাগকে সক্রিয় করে তোলা উচিত। নয়তো বিপন্ন প্রাণীদের গুরুত্ব আরও কমবে বলেই আশঙ্কা।