Lalbazar: অনুষ্ঠানের জন্য থানাগুলিকে খরচ দেবে লালবাজার, সিদ্ধান্তে খুশি পুলিশ মহল

সাধারণত পুলিশের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা হলেও নাগরিকদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন রকম প্রচারমূলক কর্মসূচি নিয়ে থাকে পুলিশ। নাগরিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান, উৎসবের আয়োজন করে থাকে পুলিশ। তবে এই ধরনের অনুষ্ঠানের জন্য চেয়ার, টেবিল, ভাড়া থেকে শুরু করে খাবারের ব্যবস্থা, মঞ্চ তৈরি খরচ প্রভৃতি থানাকে বহন করতে হয়। কিন্তু অনেক সময় এই খরচ বেশি হওয়ায় হিমশিম খেতে হয় থানাকে। যা নিয়ে থানার বিরুদ্ধেও অনেক সময় অভিযোগ শোনা যায়। এই অবস্থায় এই সমস্ত অনুষ্ঠানের জন্য থানাগুলিকে খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

আরও পড়ুন: চালকের লাইসেন্স সাসপেন্ড করার সুপারিশ করতে পারবেন SI–রা, কড়া পদক্ষেপ পুলিশের

প্রাথমিকভাবে ঠিক হয়েছে, এই সব অনুষ্ঠান, উৎসবের জন্য প্রতি থানাকে তিন হাজার টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যেই লালবাজারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় বলা হয়েছে, কোনও থানায় কোনও অনুষ্ঠানের আয়োজন করা হলে চেয়ার,টেবিল, মঞ্চ, মাইক ভাড়া, অতিথিদের খাবার পিছু তিন হাজার টাকা করে খরচ দেবে লালবাজার। প্রতিটি থানাই এই খরচ পাবে। তবে কীভাবে এই টাকা খরচ করা যাবে সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছে লালবাজার। আগে থানার তহবিল থেকেই এই খরচ বহন করা হত। তবে এবার লালবাজারের তরফেই এই খরচ বহন করা হবে। জানা গিয়েছে, খাবারের জন্য ২ হাজার টাকা করে খরচ দেওয়া হবে। লালবাজারের তরফে নির্দেশায় বলা হয়েছে, খাবারের প্যাকেট খরচ মাথাপিছু যেন ৫০ টাকার বেশি না হয়। তাছাড়া কর্মীদের জলখাবারের জন্য থানা এবং ট্রাফিক গার্ডগুলিকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। মহিলা থানা হলে সে ক্ষেত্রে মাসে ১০০০ টাকা দেওয়া হবে। এছাড়া থানার বাইরে আদালত, হাসপাতালে থাকা পুলিশ আধিকারিকরাও টিফিন খরচ পাবেন। তাঁদের পদমর্যাদা অনুযায়ী খরচ দেওয়া হবে। যেমন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারদের মাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে। ডেপুটি কমিশনাররা পাবেন দেড় হাজার টাকা করে।

লালবাজারের তরফে এই খরচ বহন করায় স্বাভাবিকভাবে খুশি পুলিশ মহল। তবে তাদের বক্তব্য, বর্তমানে বাজারদর অনেক বেশি। তাই বরাদ্দ আরও একটু বাড়ানো উচিত ছিল। তাঁদের মতে, বর্তমান বাজারে ৫০ টাকায় ভালো খাবারের ব্যবস্থা করা যায় না। ফলে বরাদ্দ আরও বাড়ানো উচিত ছিল। তবে এরফলে সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছেন পুলিশ আধিকারিকরা।