Ind Vs WI 2nd Test: Mukesh Kumar Still Cant Believe That He Had His Test Debut For India, Shares Feeling With Mohammed Siraj

পোর্ট অফ স্পেন: জীবন যদি গতানুগতিক পথে এগোত, তাহলে এতদিনে তাঁর কলকাতায় কোনও ছোটখাট সংস্থায় চাকরি করার কথা। বা হয়তো বাবার ভাড়ার ট্যাক্সিই চালাতেন।

মুকেশ কুমার (Mukesh Kumar) অবশ্য ছক বাঁধা রাস্তায় হাঁটেননি। দারিদ্র উপেক্ষা করে স্বপ্নপূরণে অটল ছিলেন। পুরস্কারও পেয়েছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা পেসার। ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে স্বপ্নের টেস্ট অভিষেক। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসে দুই উইকেটও পেয়েছেন।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় বোর্ডের ওয়েবসাইটের হয়ে মুকেশের সাক্ষাৎকার নেন মহম্মদ সিরাজ। হায়দরাবাদের পেসার ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। সিরাজ বলেন, ‘ভাই তোমার কাহিনি শুনে আমি স্তম্ভিত। অভাবনীয় উত্থান।’ মুকেশ তখন বলেন, ‘আমাকে যখন বলা হয়, তুমি এই টেস্টে খেলছো, কী বলব, বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। ভাবছিলাম, এটা কি সত্যি হচ্ছে!’ যোগ করেছেন, ‘প্রথম উইকেট নেওয়ার পর বিরাট ভাই, রোহিত ভাইরা এসে জড়িয়ে ধরল। আমি ভাবছিলাম, যাদের টিভিতে দেখতাম, তারা আমাকে আলিঙ্গন করছে! করমর্দন করছে!’ সিরাজ বলেন, ‘সত্যিই এই অনুভূতি বলে বোঝানো কঠিন।’

 

দ্বিতীয় টেস্টে সাহসী সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ইনিংসে ১৮১/২ স্কোরে ইনিংস ডিক্লেয়ার করে দিলেন। ঈশান কিষাণের হাফসেঞ্চুরি সম্পূর্ণ হতেই। ওয়েস্ট ইন্ডিজ়ের চেয়ে ৩৬৪ রানের লিড নিয়ে। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওয়েস্ট ইন্ডিজ়কে তুলতে হবে ৩৬৫ রান, এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৭৬/২। জোড়া উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে চাপে রাখলেন আর অশ্বিন।

আজ, সোমবার ম্যাচের শেষ দিন। ম্যাচ জিতে সিরিজ ২-০ ব্যবধানে পকেটে পুরতে ভারতকে তুলতে হবে ৮ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ়ের সামনেও রয়েছে সমতা ফেরানোর সুযোগ। তার জন্য ক্যারিবিয়ানদের তুলতে হবে আরও ২৮৯ রান। রুদ্ধশ্বাস পঞ্চম দিনে শেষ হাসি হাসবে কোন শিবির?

আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial