Mamata Banerjee Announces Appointment Of 58 Sportsman As Civic Volunteer

কলকাতা: ২০১৬-১৭ সাল থেকে প্রতি বছরই নিয়ম করে জঙ্গলমহলে (Jangal Mahal) ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। সেই টুর্নামেন্টে বিজয়ী এবং রানার্স আপ দলের ক্রীড়াবিদদের প্রতি বছরই চাকরিও দেওয়া হয় সরকারের তরফে এ বছরও তাঁর অন্যথা হল না। মঙ্গলবার, ২৫ জুলাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) তরফে জঙ্গলমহল কাপের ৫৮ জন ক্রীড়াবিদকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হল।

এক দশক আগেও জঙ্গলমহলের অশান্ত হওয়ার ঘটনায় প্রতিনিয়তই শোনা যেত। তাই তরুণরা যাতে বিপথে পরিচালিত না হন এবং তাঁদের খেলাধুলোয় উৎসাহ বাড়ানোর উদ্দেশ্য নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফে একাধিক ক্রীড়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সময়। টুর্নামেন্টের ফাইনালে যে দুই দল কোয়ালিফাই করে, তাঁদের খেলোয়াড়দেরই সরকারের তরফে চাকরি দেওয়া। এ বছরও তেমনভাবেই ৫৮ জনকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বিশেষ বিভাগের সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসাবে নিয়োগ করা হল।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মারফত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সেই কথা জানিয়ে লেখেন, ‘আমি খুবই খুশির সঙ্গে জানাচ্ছি যে সরকারের তরফে জঙ্গলমহল কাপ (Jangal Mahal Cup), সৈকত কাপ (Saikat Cup) এবং রাঙামাটি ক্রীড়া উৎসবের (Rangamati Sports Utsav) ৫৮ জন জয়ী ও রানার্স আপকে বিশেষ বিভাগে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ করার জন্য সরকারের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। এর সুবাদে সফল ক্রীড়াবিদদের মধ্যে থেকে বাছাই করে নেওয়া সিভিক ভলান্টিয়ারের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ২৩৪ জন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমাদের রাজ্যের প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের ভাল কেরিয়ার গড়ার জন্য এভাবেই আগামীদিনেও উৎসাহ দেওয়া হবে।’  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial