Sukanta Majumder: কেন্দ্রীয় মন্ত্রী হওয়া প্রায় পাকা, সপরিবারে মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুকান্ত

সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এরই মধ্যে মঙ্গলবার সপরিবারে তিনি দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীর সঙ্গে। মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় সুকান্তবাবু ও তাঁর স্ত্রী শিক্ষিকা স্ত্রীর। সুকান্তবাবুর দুই কন্যাও ছিল সঙ্গে। ছোট মেয়ে শ্রীময়ীর সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন সুকান্তবাবু।

মঙ্গলবার সুকান্তবাবু স্ত্রী কোয়েলদেবী ও কন্যা শ্রীময়ীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। তার বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর টেবিলে রাখা ভারতের জাতীয় পতাকা খুঁটিয়ে দেখছে ৫ বছরের শ্রীময়ী।

পরে সুকান্তবাবু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দারুণ সময় কেটেছে। পারিবারিক কিছু কথা হয়েছে। উনি আমাকে বললেন, এত লুঠপাট সত্বেও পঞ্চায়েত নির্বাচনে বিজেপি যে ১১ হাজার আসন পেয়েছে সেটা বড় ব্যাপার। আপনারা লড়াই করেছেন বলেই এটা সম্ভব হয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে জিতে সাংসদ হন উদ্ভিদবিদ্যার অধ্যাপক সুকান্তবাবু। তাঁর স্ত্রী কোয়েলদেবী বালুরঘাটেরই একটি স্কুলের শিক্ষিকা। ২০২১ সালের সেপ্টেম্বরে তাঁকে রাজ্য বিজেপির সভাপতির পদে বসায় বিজেপি। সূত্রের খবর, আসন্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে পূর্ণ মন্ত্রী হতে চলেছেন সুকান্তবাবু।