পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমার শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা পাসের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে এখন থেকে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (পূর্বতন ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা) থেকে অব্যাহতি পেলেন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

বুধবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এর আগে গত ২৩ জুলাই কর্মকর্তাদের জন্য একই রকমের সার্কুলার জারি করেছিল।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা ওই নির্দেশনায় বলা হয়, এখন থেকে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলক করে দেওয়া সার্কুলারের আগে কোনও ব্যাংকের সিনিয়র অফিসার বা তদূর্ধ্ব কর্মকর্তা নিয়োগ বা পদোন্নতি পেয়ে থাকলে পরবর্তী এক ধাপ উচ্চতর পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা লাগবে না। তবে এরপর আর কোনও ধাপে পদোন্নতি পেতে হলে ব্যাংকিং ডিপ্লোমা পাস করতে হবে। তিন দিনের মাথায় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে নতুন নির্দেশনা জারি করলো কেন্দ্রীয় ব্যাংক।

বুধবারের নির্দেশনা অনুযায়ী,  সার্কুলার নং-০১/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতি প্রাপ্ত হবেন। তবে কর্মকর্তাদের তৎপরবর্তী পদে পদোন্নতির ক্ষেত্রে সার্কুলারে বর্ণিত নির্দেশনা অবশ্যই পরিপালিত হতে হবে।

ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার অথবা সমতুল্য পদে অথবা উচ্চতর পদে কর্মরত কোনও কর্মকর্তা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে। তবে সার্কুলার নং-০১/২০২৩ জারির অব্যবহিত পূর্বে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা যে পদে কর্মরত ছিলেন তার অব্যবহিত পরবর্তী এক ধাপে অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণের বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত হবেন। ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও এ নীতিমালা অনুসরণীয় হবে।

সার্কুলার নং-০১/২০২৩ অনুসারে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ বাধ্যবাধকতা হতে অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তাদের আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন ব্যবসা সংক্রান্ত মৌলিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট এমন কোনও বিভাগে পদায়নের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হতে হবে।