100th Anniversary Spanish Hockey Federation: India Go Down 2-1 To Spain

মাদ্রিদ: স্প্যানিশ হকি ফেডারেশনের (Spanish Hockey Federation) শতবর্ষপূর্তি উপলক্ষ্যে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই হারতে হল ভারতীয় দলকে (Indian Hockey Team)। হরমনপ্রীতরা ২-১ ব্যবধানে হেরে গেলেন হরমনপ্রীতরা (Harmanpreet Singh)। ম্যাচে ভারতের হয়ে একমাত্র গোলটি করেন হরমনপ্রীত সিংহ (Harmanpreet SIngh)। তিনি খেলার ৫৯ মিনিটের মাথায় গোল করেন। তবে তার আগেই ২-০ ব্যবধানে পিছিয়ে গিয়েছিল ভারতীয় দল। 

এদিন খেলার শুরু থেকেই স্পেনের আক্রমণের সামনে কিছুটা বেসামাল লাগছিল ভারতের ডিফেন্সকে। কিন্তু টেক্কা দেওয়ার চেষ্টা করেন ভারতের হকি প্লেয়াররা। প্রথম কোয়ার্টারের ১১ মিনিটের মাথায় স্পেনের হয়ে প্রথম গোলটি করেন পাউ কানিল। এরপর তৃতীয় কোয়ার্টারে ফের গোল পেয়ে যায় স্পেন। ব্যবধান বাড়িয়ে নেয় তারা। খেলার ৩৩ মিনিটের মাথায় জোয়াকুইন মেনিনি গোল ম্যাচে স্পেনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। খেলার একদম শেষ কোয়ার্টারে ভারতের হয়ে ব্যবধান কমান হরমনপ্রীত। কিন্তু দলের হার আটকাতে পারেননি তিনি। আগামী বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত। 

উল্লেখ্য, কিছুদিন আগেই জাতীয় হকি দলের সঙ্গে মনোবিদ হিসাবে যুক্ত হয়েছিলেন প্যাডি আপটন। তাঁর সঙ্গে চুক্তি করেছে হকি ইন্ডিয়া। সামনেই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপরই এশিয়ান গেমস। যে টুর্নামেন্ট থেকে সরাসরি অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার সুযোগ রয়েছে। দুই প্রতিযোগিতাতেই ভারতীয় দলের সঙ্গে থাকবেন আপটন। জাতীয় শিবিরে ১ জুলাই থেকে তিন দফায় খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করে তোলার কাজ করবেন দক্ষিণ আফ্রিকার আপটন। বেঙ্গালুরুর সাইয়ে জাতীয় হকি দলের শিবির এমনিতেই শুরু হয়ে গিয়েছে।

কেপ টাউনের বাসিন্দা আপটন ক্রীড়া মনঃস্তত্ত্ব নিয়ে কাজ করায় অভিজ্ঞ। ৫৪ বছরের আপটন এর আগেও একাধিক দলের সঙ্গে কাজ করেছেন। যার মধ্যে অন্যতম, ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সঙ্গে মনোবিদ হিসাবে ছিলেন।

ভারতীয় হকি সংস্থার সভাপতি দিলীপ টির্কি প্যাডির এই নিয়োগ সম্পর্কে বলেছেন, ‘দলের ওপর পারফরম্যান্সের চাপ এবং প্লেয়ারদের যাতে কোনও রকম মানসিক চাপ না পড়ে, তা দেখাশোনা করবেন আপটন। আমাদের মনে হয়েছিল খেলোয়াড়দের মানসিক দিকটা দেখার জন্য একজন বিশেষজ্ঞের প্রয়োজন। সামনে বেশ বড় ইভেন্ট। তাই এটার ওপর মনোনিবেশ করা উচিত। আমি নিশ্চিত, প্যাডির দক্ষতা এবং কাজ আমাদের দলকে খুবই উপকৃত করবে।’