Anti Hindu Slogan: ‘জ্যান্ত জ্বালিয়ে দেব’, কেরলে মুসলিম লিগের মিছিলে হিন্দু বিরোধী স্লোগান

কেরলের কসারগোড় জেলা। সেখানেই মুসলিম ইয়ুথ লিগের মিছিল বেরিয়েছিল। আর সেই মিছিল থেকেই তোলা হল হিন্দু বিরোধী স্লোগান। অভিন্ন দেওয়ানি বিধির প্রস্তাবের বিরুদ্ধে এই মিছিল বেরিয়েছিল বলে খবর।

ডেকান হেরান্ডের খবর অনুসারে জানা গিয়েছে একটি ভিডিয়ো সম্প্রতি দেখা গিয়েছে। সেখানে চিৎকার করে বলা হচ্ছে, আমরা তোমাদের মন্দিরে সামনে ঝুলিয়ে দেব। জ্যান্ত পুড়িয়ে মারব। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।

একাধিক বিজেপি নেতা সেই ছবি শেয়ার করেছেন। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এই ছবি শেয়ার করেছেন।

 

একেবারে বিতর্কিত সেই ভিডিয়ো। শেয়ার করেছেন অমিত মালব্য। তিনি লিখেছেন, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। কংগ্রেসের সহযোগী। তারা কেরলে মিছিল বের করেছিল। তারা হিন্দু বিরোধী স্লোগান তুলেছেন। বলছে, মন্দিরের সামনে ঝুলিয়ে দেব। জ্যান্ত জ্বালিয়ে দেব।

তিনি লিখেছেন তবে কি কেরলে হিন্দু আর খ্রীষ্টানরা নিরাপদ? আর একটা মিছিলে সাত বছর বয়সি এক কিশোর বাবার কাঁধে চেপে স্লোগান দিচ্ছে চাল ফুল রেডি রাখো হিন্দু আর খ্রীষ্টানরা তাদের শেষকৃত্যের জন্য তৈরি রাখো।

একেবারে শিউরে ওঠার মতোই ঘটনা। সম্প্রীতির ভারতবর্ষে এটা কোন ছবি ! যেখানে দুই সম্প্রদায় চিরদিন পারস্পরিক বন্ধনে আবদ্ধ সেখানে এই ছবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠছে।

কেরল বিজেপি ইউনিটও এনিয়ে প্রতিবাদে সরব হয়েছে। তাদের দাবি এর দায় রাহুল গান্ধীকে নিতে হবে। কারণ তারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলেন। আর এটাই তার নমুনা। তবে সূত্রের খবর, এই স্লোগান সামনে আসার পরেই এলাকায় শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, মুসলিম লিগের নেতৃত্বও গোটা ঘটনায় নড়েচড়ে বসেন। তারা এই ঘটনায় জড়িত এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে বলে খবর। এটা কখনও প্রত্যাশিত নয় বলেও সংগঠনের তরফে জানানো হয়েছে। একাধিক মিডিয়া রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনার পেছনে আর কারা রয়েছে সেটাও দেখা হচ্ছে।