Musical Event in Kolkata: সৌগত রায়, মদন মিত্রর গানের সঙ্গে শ্রীজাতর কবিতা, জমজমাট সন্ধ্যার আয়োজন খড়দহে

গানের মজলিশের দিকে বরাবরের ঝোঁক রয়েছে বাঙালির। গানের আসর নিয়ে তাই নানা সময় নানারকম পরিবেশনাও হয়েছে এই বাংলায়। এমনকী আগামী দিনেও আরও নতুন করে পরিকল্পনা হবে গানের আসরের। সম্প্রতি ইউটিউব, ফেসবুকের দুনিয়াতেও বসছে গানের আসর। অনলাইনেই যে যার বাড়ি থেকে এই আসরে যোগ দিচ্ছেন। বাঙালির গানের আড্ডা অনেক রকমের। কখনও তা হলের কনসার্ট তো কখনও আবার পাড়ার গানের জলসা। আবার কখনও বা ছাদে বিকেল বেলা মাদুর পেতে হালকা চা-জলখাবারের সঙ্গে গানের লড়াই। তবে নানাধরনের গানের আড্ডার মধ্যে ছাদে গানের আসর অনেকটাই আন্তরিক। কারণ এখানে রয়েছে একটা ঘরোয়া আমেজ। এছাড়াও, রয়েছে একটা ব্যক্তিগত পরিসর যেখানে সবাই মেতে ওঠেন সুরের উৎসবে। 

(আরও পড়ুন: মহিলা যাত্রীর সামনেই হস্তমৈথুন র‌্যাপিডো চালকের, তারপর অ্যাপে কিস ইমোজি!)

(আরও পড়ুন: চুটিয়ে প্রেম করার জন্য পুরো গ্রামের কারেন্ট অফ করত যুবতী!)

এবার এরকমই এক গানের আসর বসতে চলেছে আগামী ২৯ জুলাই। খড়দহের মিরাকল অব স্পাইস-এ, সন্ধ্যা ৭টায় আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। গানের এই আড্ডায় উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি শ্রীজাত, গায়ক পটা, শোভন, পর্ণাভ, বাচিক শিল্পী সুজয়নীল। এছাড়াও, তাদের সঙ্গে থাকছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সৌগত রায়, মদন মিত্র প্রমুখরা। কোনও রাজনৈতিক ভূমিকায় কি দেখা যাবে তাঁদের? অনুষ্ঠানের আয়োজক সোহিনী চক্রবর্তী জানান, এই দিন তারা পুরোপুরি সাংস্কৃতিক আড্ডাতেই মেতে উঠবেন। সোহিনীর কথায়, ‘সব পরিকল্পনা মাফিক হলে বিধায়ক মদন মিত্র এই দিন গান শোনাবেন উপস্থিত শ্রোতাদের। পাশাপাশি সাংসদ সৌগত রায় কবিতা পাঠ করে শোনাবেন।’

গান আর আধুনিক কবিতার মেলবন্ধনে এই দিন জমে উঠবে একটি সন্ধ্যা। সুর ও কথার উৎসবের সঙ্গে থাকবে একটা জমাটি আড্ডা। যার নাম রাখা হয়েছে ‘ছাদ বৈঠকী’। এই আড্ডার মূল কারিগর (দ্যা জার্নি অব ছাদ বৈঠকী) বিশিষ্ট শিল্পী সোহিনী চক্রবর্তী। এই আয়োজন নিয়ে সোহিনী বললেন, ‘গানের আড্ডা বাঙালি মাত্রেরই প্রিয়। আর ছাদে গানের আড্ডা আমাদের পরম্পরার সঙ্গে জড়িয়ে। যদিও এরকম আড্ডা শীতের সময় বেশি হয়ে থাকে। তবে, আমার মনে হয়েছে, বর্ষার দিনে এরকম একটা আড্ডা হলে ভালো হয়। শুধু গান নয়, কবিতা, নাচ সব মিলিয়ে এই ছাদ বৈঠকী-এর সন্ধ্যা সাজানো হয়েছে।’