সাংবাদিক শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এম শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক শোকবার্তায় এ তথ্য জানায়।

শোক বার্তায় তিনি বলেন, এম শাহজাহান ছিলেন একজন পেশাদার সাংবাদিক। গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন ও তথ্য উপস্থাপনের মাধ্যমে তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রেখেছেন। পাশাপাশি সাংবাদিক সংগঠনের নেতা হিসেবে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উৎকর্ষ সাধনে তাৎপর্যপূর্ণ অবদান রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের গণমাধ্যম এক কৃতী সাংবাদিককে হারালো।

প্রধানমন্ত্রী এম শাহজাহান মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, বুধবার (২৬ জুলাই) রাতে ঢাকার রামপুরায় নিজের বাসায় তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি বাসায় বাথরুমে পড়ে গেলে তাকে ইউনাইটেড হাসপাতালেও ভর্তি করা হয়েছিল।

বৃহস্পতিবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজিরগাঁওয়ের খিদিরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৮৬ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ৮ বছরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পাঁচবার সভাপতি এবং ১৯৮৪ ও ১৯৮৫ সালে দুই দফা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ফেডারেল সাংবাদিক ইউনিয়নেরও মহাসচিবের দায়িত্বও তিনি পালন করেন।

শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (প্রেস) হিসেবেও কাজ করেছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর গণযোগাযোগ ও সাংবাদিকতায় ডিপ্লোমা ও স্নাতকোত্তর ডিগ্রি নেন শাহজাহান মিয়া। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি।