Rajnath Singh: ভারত ‘তৈরি রয়েছে সীমান্ত পার করতে’, কার্গিল বিজয় দিবসে হুঙ্কার রাজনাথের

লাদাখের দ্রাস সেক্টরে ‘কার্গিল ওয়ার মেমোরিয়াল’-এ এদিন বক্তব্য রাখছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেখানে ভাষণ দিতে গিয়েই তিনি বলেন, ভারতীয় সেনা যেকোনও মুহূর্তে সীমান্ত পেরিয়ে যেতেও প্রস্তুত। তবে সেই সময় দেশবাসীর সমর্থন প্রয়োজন। রাজনাথ সিং বুধবার ঠিক কী বলেছেন দেখে নেওয়া যাক।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের উদাহরণকে সামনে রেখে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বর্তমানে যুদ্ধ এক বছরেরও বেশি চলছে। রাজনাথ সিং বলেন, এই যুদ্ধ অনেকদিন ধরে চলার কারণ হল সাধারণ মানুষ তাতে যোগ দিচ্ছেন। ২৪ তম কার্গিল বিজয় দিবসের আয়োজনে বুধবার লাদাখের দ্রাস সেক্টরে ‘কার্গিল ওয়ার মেমোরিয়াল’ এর অনুষ্ঠানে যোগ দেন রাজনাথ সিং। এদিন তিনি বক্তব্য রাখার আগে, সেখানে শহিদদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে শহিদ হওয়া বীর ভারতীয় জওয়ানদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন রাজনাথ সিং। রাজনাথ সিং এদিন বলেন, কার্গিল যুদ্ধ ভারতের ওপর চাপিয়ে দিয়েছিল পাকিস্তান। তিনি এও বলেন যে, ‘ আমাদের পিছনে ছুরি মেরেছিল পাকিস্তান। যুদ্ধ ভারতের ওপর চাপিয়ে দিয়েছিল পাকিস্তান। আমি আমাদের সাহসী পুত্রদের কুর্নিশ জানাতে চাই, যাঁরা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছিলেন আর দেশকে সামনে রেখেছিলেন।’

(Ajit Doval: সীমান্ত সংঘাত ‘ আমাদের আস্থায় ক্ষয় ধরিয়েছে’, চিনকে মুখের ওপর শুনিয়ে দিলেন ডোভাল )

( Gurugram Crime: ডেটিং অ্যাপে আলাপ হওয়া যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলার! হোটেলে অচৈতন্য করে কুকীর্তি)

রাজনাথ সিং বলেন,’যখনই যুদ্ধ পরিস্থিতি হয়, তখনই আমাদের দেশের সাধারণ জনতা ফোর্সকে সমর্থন করেন। যদিও সেই সমর্থন পরোক্ষ। আমি জনতার কাছে আর্জি জানাতে চাই যাতে তাঁরা জওয়ানদের সরাসরি সমর্থন করেন যদি যুদ্ধে সেরকম পরিস্থিতির প্রয়োজন হয়, তাহলে।’ এরই সঙ্গে একধাপ এগিয়ে রাজনাথ সিং বলেন,’আমরা যেকোনও চরমসীমায় যেতে পারি, দেশের সম্মান আর গরিমা রক্ষার্থে। যদি তাতে সীমান্ত পার করতে হয়, আমরা তাতে প্রস্তুত।’ উল্লেখ্য, ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের আগে, ওই এলাকা দিয়ে পাকিস্তান অবৈধ অনুপ্রবেশ করে ভারতের অংশে কবজা করার চেষ্টা করেছিল। এরপর ভারতের তরফে পাকিস্তানকে মোক্ষণ জবাব দেওয়া হয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধে ভারতের বহু বীর সেনা শহিদ হন। আর সেই শহিদের এদিন ‘কার্গিল ওয়ার মেমোরিয়াল’ শ্রদ্ধা জানান রাজনাথ।