Couple sells baby to buy iPhone: রিলস বানানোর জন্য আইফোন কিনবেন! নিজের দুধের শিশুকেও ‘বিক্রি’ করলেন বাংলার মা

এমনটাও হয়! সেটাও আবার বাংলায়। আইফোন ১৪ কেনার জন্য় এক দম্পতি তার শিশুকেও বিক্রি করে দিয়েছেন বলে খবর। আসলে ইনস্টাগ্রাম রিলস তৈরির নেশা পেয়ে বসেছিল তাদের। সেকারণেই তারা আই ফোন ১৪ কিনতে চেয়েছিলেন। কিন্তু সেটাও আবার শিশু বিক্রি করে। উদ্বেগজনক ঘটনা। উত্তর ২৪ পরগনার ঘটনা। পানিহাটির গঙ্গানগর এলাকার বাসিন্দা ওই দম্পতি। তারাই এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ।

ওই মায়ের নাম সাথী ঘোষ। পুলিশ তাকে ইতিমধ্য়েই আটক করেছে। অভিযুক্ত বাবা জয়দেব ঘোষকে খুঁজছে পুলিশ। কিন্তু ঘটনার ব্যাপারে জানাজানি হল কীভাবে? আসলে কিছুদিন ধরেই ওই দম্পতির শিশু সন্তানকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। কিন্তু ওই দম্পতি একেবারে ভাবলেশহীন। এদিকে আইফোন ১৪ নিয়ে ঘুরছেন দম্পতি। সেই ফোনের দাম নয় নয় করে লাখ খানেক টাকা। কিন্তু ওই দম্পতি এত টাকা পেলেন কোথা থেকে?

এরপরই চেপে ধরেন প্রতিবেশীরা। তখনই আসল কথাটা বলে ফেলেন ওই মহিলা। তিনি স্বীকার করে নেন আই ফোন কেনার জন্য বাচ্চাকে বিক্রি করে দিয়েছি। এরপরই পুলিশের কাছে খবর যায়। পুলিশ গিয়ে মাকে আটক করে। তবে ওই শিশুর বাবা পলাতক। আসলে তাদের ইচ্ছা ছিল বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে ইনস্টাগ্রাম রিলস বানাবেন। কিন্তু তার জন্য ভালো ফোন দরকার। আর সেজন্য নিজের সন্তানকে বিক্রি করে দিতেও হাত কাঁপল না দম্পতির। অভিযোগ এমনটাই।

সূত্রের খবর, এর আগে সাত মাসের কন্যাকেও বিক্রি করার চেষ্টা করছিল ওই দম্পতি। তবে পুলিশ ইতিমধ্য়েই তদন্ত করছে এনিয়ে। এদিকে যে মা ওই সন্তানকে কিনেছেন তার বিরুদ্ধে এবার মামলা শুরু করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। কারণ সন্তানকে এভাবে কেনা আইন বিরুদ্ধে। মানুষ এভাবে কেনা বেচা করা যায় না।

তবে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। এখন অনেকেই মোবাইলে সর্ট ভিডিয়ো. রিলস বানান। এমনকী পরিস্থিতি এমন দাঁড়ায় যে রিলস বানানোর নেশায় তারা বাকি অনেক কিছুই ভুলে যান। কার্যত বাস্তব জ্ঞান হারিয়ে ফেলেন তারা। একেবারে ব্যক্তিগত জীবনকে তারা হাজির করে ফেলেন মোবাইলের সামনে। গোটা জীবনটাই অনলাইন হয়ে যায়। তা বলে সেজন্য নিজের দুধের শিশুকেও বিক্রি করে দিতে হবে। এটা তো ভয়াবহ প্রবণতা। সেটাই হল বাংলায়।