Healthy Diet Tips Why Zinc Rich Foods Are Important For Our Health How It Works

Zinc Rich Foods: আমাদের শরীরে ভিটামিনের (Vitamins) পাশাপাশি একইভাবে প্রয়োজন মিনারেলসও (Minerals)। আয়রন (Iron) সমৃদ্ধ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নজর দিতে হবে যাতে শরীরে জিঙ্কের (Zinc) ঘাটতি না হয়। আমাদের শরীরে খুব সামান্য পরিমাণে জিঙ্ক থাকলেই কাজ হয়। কিন্তু এর ঘাটতি হলে বিপদ। আয়রনের মতোই জিঙ্কও মানবদেহের জন্য একটি গুরুত্বপূর্ণ মিনারেলস। মানবদেহ সঠিক ভাবে সচল রাখতে সাহায্য করে জিঙ্ক। 

জিঙ্ক সমৃদ্ধ খাবার কেন খাওয়া দরকার

  • আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং বিভিন্ন ক্ষতস্থান শুকোতে সাহায্য করে জিঙ্ক। 
  • জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়া শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল করা বা ক্ষতস্থান দ্রুত শুকনোর জন্যই যে প্রয়োজন তা কিন্তু নয়। এই খনিজ সমৃদ্ধ খাবার খেলে বদহজমের সমস্যা দূর হয়। 
  • জিঙ্ক এই খনিজ পদার্থটি আমাদের ত্বকের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ। তাই জিঙ্ক সমৃদ্ধ খাবার খেলে আমাদের ত্বকের জেল্লা বাড়বে। ত্বক টানটান থাকবে অর্থাৎ রিঙ্কেলস বা বলিরেখার সমস্যা দেখা যাবে না। এর পাশাপাশি ত্বকের দাগছোপ দূর হবে, কালচে ভাব থাকবে না। ত্বক মোলায়েম হবে। 
  • আমাদের সর্দি, কাশি হলে, বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা যাঁদের রয়েছে তাঁদের ক্ষেত্রে জিঙ্ক খুবই উপকারি। মানবদেহে থেকে বিভিন্ন দূষিত পদার্থ বের করতেও সাহায্য করে জিঙ্ক – এই খনিজ পদার্থটি। এর পাশাপাশি ভাল রাখে আমাদের চোখের স্বাস্থ্য।

আপনি যদি নিরামিষাশী হন, তাহলে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ার জন্য মেনুতে কী কী রাখতে পারেন

বিভিন্ন অ্যানিমাল প্রোটিন, সামুদ্রিক খাবার- এগুলোর মধ্যে এমনিতেই প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। অনেক নিরামিষ খাবারেও থাকে এই মিনারেলস। কোন কোন নিরামিষ খাবারে জিঙ্ক থাকে- চলুন দেখে নেওয়া যাক। 

  • কুমড়োর বীজ- এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং জিঙ্ক থাকে। কুমড়োর বীজ থাইরয়েড সংক্রান্ত রোগ-ব্যাধি কমাতে সাহায্য করে। এর পাশাপাশি নিয়ন্ত্রণে রাখে ওজন।
  • ওটস- ওটস খাওয়া বিভিন্ন কারণেই ভাল। এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক, আয়রন, ফাইবার এবং ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এই সবকটি উপকরণই স্বাস্থ্যের জন্য ভাল। জলখাবারে ওটস দিয়ে তৈরি স্মুদি খেতে পারেন। কিংবা এমনিই সবজি ও ওটস সেদ্ধ খেতে পারেন। 
  • পালং শাক- এই সবুজ রঙের পাতাজাতীয় সবজিতে রয়েছে একগুচ্ছ উপকারি উপাদান। জিঙ্ক, ফোলেট, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, ভিটামিন কে, আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম – এইসব উপকরণ রয়েছে পালং শাকের মধ্যে। 
  • বিভিন্ন ধরনের বাদাম- কাজুবাদাম, চিনামাদাম, আমন্ড – এই সব বাদামের মধ্যেই রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। রোজ সকালে খালি পেটে দুটো জলে ভেজানো আমন্ড খেতে পারেন। আগের রাতে বাদাম ভিজিয়ে রাখতে হবে। 

আরও পড়ুন- রাত জেগে নাগাড়ে ‘বিঞ্জ ওয়াচ’ করছেন? আপনার স্বাস্থ্যে একাধিক সমস্যা তৈরি করবে এই অভ্যাস

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator