Kolkata Sector V Town Square: সেক্টর ফাইভ টাউন স্কোয়ার! সেজে উঠছে অপূর্ব সাজে, মনে হবে যেন বিদেশে আছেন

কয়েকদিন পরে দেখলে আর চিনতে পারবেন না। একেবারে আধুনিক রূপে সেজে উঠছে সেক্টর ফাইভ টাউন স্কোয়ার।  আরবিডি মল থেকে ইনফিনিটি পর্যন্ত কার্যত এবার কেবলমাত্র পথচারীদের জন্য়। সেখানে কোনও গাড়ি চলবে না। সামনের মাসেই এটার উদ্বোধন হবে। ওয়াশিংটন মনুমেন্টের ধাঁচে গোটা বিষয়টি করা হচ্ছে। নবদিগন্ত ইনডাস্ট্রিয়াল টাউনশিপ অথরিটি এই নতুন জোন শুরু করেছে। এখানে কোনও গাড়ি চলবে না। কেবলমাত্র পথচারীরা যাতায়াত করতে পারবেন এখানে।
চারপাশটা একেবারে ঝলমল করবে। স্টিল, কাঁচ দিয়ে নানা ধরনের সাজসজ্জা থাকবে। অডিও ভিজুয়াল এফেক্টও থাকবে। এমনকী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য স্টেজও থাকবে। সেখানে নানা ধরনের অনুষ্ঠান হতে পারবে।

আসলে বিদেশের বিভিন্ন উন্নত শহরে গেলে আপনি এই ছবিটা দেখতে পাবেন। গোটা এলাকার পরিবেশটাই একেবারে অন্যরকম। গেলেই মন ভালো হয়ে যাবে। মোটামুটি সপ্তাহ খানেকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই প্লাজার উদ্বোধন করতে পারবেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে। 

আসলে আরও দৃষ্টিনন্দন হচ্ছে বৃহত্তর কলকাতা। একদিকে কলকাতার ঐতিহ্য আর অন্যদিকে আধুনিকতার মিশেল একেবারে অন্যরকম চালচিত্র তৈরি হচ্ছে সেক্টর ফাইভে। মোটামুটি স্বাধীনতার মাসেই খুলে দেওয়া হতে পারে এই এলাকা। সেক্টর ফাইভ টাউন স্কোয়ার। এটা আরবিডি ব্যুলেভার্ড থেকে ইনফিনিটি বেঞ্চমার্ক পর্যন্ত হবে। 

এখানকার একাংশের গাড়ি চলাচল করবে না। ঝলমলে করে সাজানো হচ্ছে রাস্তার দুপাশ। দেখলেই চোখ ফেরাতে পারবেন না। রাস্তা দিয়ে যাওয়ার সময়তেই দেখে নিতে পারবেন সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে ঘিঞ্জি শহরের মধ্য়ে এই জায়গাটাকে অন্যরকমভাবে গড়ে তোলা হচ্ছে। সেক্টর ফাইভে কাজ শেষ করে অনেকেই এবার চলে আসবেন এই সেক্টর ফাইভ টাউন স্কোয়ারে। গাড়ি প্যাঁ পো হর্ন নেই। দুষণ নেই। নিজের মতো করে কাটিয়ে দেওয়া যাবে অনেকক্ষণ। চারপাশটাও সুন্দর করে সাজিয়ে তোসা হচ্ছে। সব মিলিয়ে বদলে যাচ্ছে কলকাতার সাজ। পুজোর আগে এবার আপনি বেশ ভালো সময় কাটাতে পারেন এখানে।