Lionel Messi Reaches New Landmark After Scoring Against Atlanta United

ফ্লোরিডা: নতুন ক্লাব ইন্টার মায়ামিতে (Inter Miami) যোগ দেওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে লিওনেল মেসি (Lionel Messi)। যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে একের পর এক গোল করেই চলেছেন আর্জেন্তাইন তারকা। বুধবার, ২৬ জুলাইও তার অন্যথা হল না। আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে জোড়া গোল করেন মেসি। এই জোড়া গোলের সুবাদেই নতুন ইতিহাস গড়ে ফেললেন তিনি।

প্রায় দু’দশক ধরে ফুটবলবিশ্বকে শাসন করছেন ‘এলএম১০’। তাঁর দখলে প্রচুর রেকর্ড রয়েছে। আটলান্টা শততম দল যাদের বিরুদ্ধে গোল করতে সক্ষম হলেন মেসি। ২০০৪-০৫ মরশুমে আলবাসেটের বিরুদ্ধে লা লিগায় নিজের পেশাদার কেরিয়ারের প্রথম গোলটি করেন। তিনি ৮৭ মিনিটে রোনাল্ডিনহোর পাস থেকে গোলটি করেন। তারপর থেকে একের পর এক গোল করে ইতিহাস গড়েই চলেছেন মেসি। তাঁর বর্ণময় কেরিয়ারে আরও এক পালক যোগ হল। 

মেজর লিগ সকারে খেলা ইন্টার মায়ামির কোচ তাতা মার্টিনো (Tata Martino) ক্লাবের নতুন অধিনায়ক হিসাবে মেসির নাম ঘোষণা করে দিলেন। নিজের অভিষেক ম্যাচে, লিগস কাপে ক্রুজ আজুলের বিরুদ্ধে প্রথম একাদশে না থাকলেও, দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ইনজুরি টাইমে চোখধাঁধানো এক ফ্রি-কিকে দলকে ২-১ জয়ও এনে দেন তিনি। সেই ম্যাচে মেসি মাঠে নামলেই তাঁকে অধিনায়কের আর্মব্যান্ড দিয়ে দেওয়া হয়। এবার পাকাপাকিভাবে তাঁকেই দলের অধিনায়ক বেছে নেওয়া হল। 

ক্লাবের প্রাক্তন অধিনায়ক, ব্রাজিলিয়ান ফুটবলার জর্জ চোটের কারণে বেশ কিছুটা সময় মাঠের বাইরেই রয়েছেন। তাই মেসিকেই পাকাপাকিভাবে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হল। এই বিষয়ে মার্টিনোকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গত ম্যাচেও ও মাঠে নামার পর ওকেই অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয়েছিল। হ্যাঁ, ভবিষ্যতেও ওই অধিনায়কত্ব করবে।’ 

প্রসঙ্গত, সদ্যই মেসি, বুস্কেতসের আরেক প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকেও সই করিয়েছে ইন্টার মায়ামি। গত মরশুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন আলবা। এবার স্পেনের তারকা লেফট ব্যাককে এক বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইন্টার মায়ামি। সদ্যই আলবাকে সই করানোর কথা সরকারিভাবে ইন্টার মায়ামির তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়। আলবাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে সই করা হলেও, তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ৪ মিনিটের ব্যবধানে ৪ গোল, কলকাতা লিগে অনন্য রেকর্ড দীপেশ মুর্মুর