Abhishek Banerjee travels abroad: সস্ত্রীক বিদেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, গিয়েছেন বুধবারই, ফিরবেন কবে?

বিদেশে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দেশ ছেড়েছেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিকিৎসার কারণেই বিদেশে গিয়েছেন অভিষেক। বুধবারই দেশ ছেড়েছেন অভিষেক। দশ দিনের মধ্যেই তাঁর দেশে ফেরার কথা। উল্লেখ্য, গত সোমবার অভিষেকের বিদেশ ভ্রমণের বিষয়টি উত্থাপিত হয়েছিল আদালতে। সেখানে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, কোনও নাগরিকের যদি বিদেশে পালিয়ে যাওয়ার ভয় না থাকে, তাহলে চিকিৎসার জন্য তাঁর বিদেশ যাওয়ার অধিকার রয়েছে।

প্রসঙ্গত, বুধবার যে তিনি আমেরিকা পাড়ি দিতে চান, তা জানিয়ে কলকাতা হাই কোর্ট একটি হলফনামা পেশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলফনামায় তিনি লিখেছিলেন, তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিদেশ সফরের বিস্তারিত জানিয়ে চিঠি দিয়েছেন। গত ১৫ জুলাই এই চিঠি তিনি ইডিকে দেন। কিন্তু তাদের তরফে কোনও উত্তর আসেনি। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। হলফনামায় অভিষেক জানিয়েছেন, আমেরিকার আগামী ৮ আগস্ট বিকেল সাড়ে ৪টেয় চোখের চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাঁর। এর আগে মার্চ মাসে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছু সমস্যার থাকায় তখন সময় তিনি বিদেশে যেতে পারেননি। প্রসঙ্গত, গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাঁ চোখের অস্ত্রোপচারের জন্য আমেরিকায় থাকতে হয়। বাল্টিমোরের মেরিল্যান্ডে দ্য জন হপকিন্স হাসপাতালের চিকিৎসক ডেভিড এল গুইটন তাঁর চোখের অস্ত্রোপচার করেন। এ বারও চিকিৎসক ডেভিডকেই দেখানোর কথা তাঁর।

এদিকে এর আগে গত ৫ জুলাই ছেলেমেয়েকে নিয়ে দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অভিবাসন দফতর থেকে আধিকারিকরা তাঁকে জানান, যেহেতু তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা আছে, তাই তিনি বিদেশে যেতে পারবেন না। এদিকে কেন তাঁকে বিমানবন্দরে আটকানো হল সেই, প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রুজিরা। সেই মামলাতেই শীর্ষ আদালত ইডিকে লুক আউট জারি করা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিল। এই আবহে এবার স্বামী অভিষেকের সঙ্গে বিদেশে পাড়ি দিলেন রুজিরাও।