Nandigram: ‘লোডশেডিংয়ে জেতা,’ বিধানসভাতেও খোঁচা দিলেন মমতা, পালটা যা বললেন শুভেন্দু…

লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা। তৃণমূলের নেতারা কথায় এনিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন। তবে পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আক্রমম করতে ছাড়েন না শুভেন্দু। তবে এবার  বিধানসভার ভেতরেও উঠল সেই লোডশেডিং ইস্যু। 

সূত্রের খবর, বিধানসভায় পঞ্চায়েতের হিংসার প্রসঙ্গ উঠেছিল। সেটা কার্যত উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দেন, কয়েকটা জায়গায় অশান্তি হয়েছে। তবে মূলত শান্তিপূর্ণ ভোট হয়েছে। সেই সঙ্গেই শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম আসল থেকে জেতার ক্ষেত্রে কারচুপির প্রসঙ্গে হাজির করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

তিনি বলেন, নন্দীগ্রামের ঘটনা ভুলে গেছেন? ২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন। আর আমায় হারিয়ে দিয়েছেন। বিধানসভায় খোঁচা দিলেন মুখ্য়মন্ত্রী। আর সেই খোঁচার পালটা জবাব দিতে ছাড়লেন না শুভেন্দুও। 

বিধানসভার বাইরে সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে বলেন, হ্যাঁ আমি জিতেছি। তাই আপনি কম্পার্টমেন্টাল মুখ্য়মন্ত্রী। আপনি মামলা করেছিলেন। বিচারপতি বদলালেন। দুবছর পেরিয়ে গেল। আপনার মামলার রিটে সবই নাকি কানে শোনা। চোখে দেখা কিছু নেই। ওই. বিল্ডিংয়ের তিনটি আসনে গণনা হচ্ছিল। তার মধ্যে একটিতে তৃণমূল জিতেছে। 

এভাবেই হিসেবটা বুঝিয়ে দিলেন তিনি। কোথাও যে অনিয়ম হয়নি এটাও জানিয়ে দেন তিনি। 

মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের মুখ্যমন্ত্রী। গোটা বাংলা জুড়ে সবুজে সবুজ। কিন্তু এত কিছুর পরেও নন্দীগ্রাম তৃণমূলের কাছে গলার কাঁটা। সেই আসনে হেরে গিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেটাও আবার শুভেন্দুর কাছে। এটা কিছুতেই মানতে পারেনি তৃণমূল। এই হার লজ্জার। এই হার তৃণমূলের কাছে অপমানের। বার বার শাসকদল বলে, লোডশেডিংয়ের সুযোগে জিতেছেন শুভেন্দু। এবার সেই কথা শোনা গেল খোদ মুখ্য়মন্ত্রীর মুখে। শুভেন্দুর জেতার পেছনে যে লোডশেডিং দায়ী ছিল সেকথা জানিয়েছেন তিনি। 

তবে শেষ পর্যন্ত বাস্তবে মুখ্যমন্ত্রীর এই দাবি আদালতে মান্যতা পায় কি না সেটাই দেখার। কারণ শুভেন্দুর দাবি, দুবছর পেরিয়ে গেল। আপনার মামলার রিটে সবই নাকি কানে শোনা। চোখে দেখা কিছু নেই। ওই. বিল্ডিংয়ের তিনটি আসনে গণনা হচ্ছিল। তার মধ্যে একটিতে তৃণমূল জিতেছে।