Lakshya Sen Enters Semifinals Of Japan Open; Prannoy, Satwik-Chirag Out

টোকিও: জাপান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন। টমাস ওপেন জয়ের পর থেকে লক্ষ্যর পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকেই উঠছে। বিশ্বের ১৩ নম্বর ব্যাডমিন্টন তারকা লক্ষ্য কোয়ার্টার ফাইনালে হারিয়ে দিলেন জাপানের কোকি ওয়াটানাবেকে। খেলার ফল লক্ষ্যর পক্ষে ২১-১৫, ২১-১৯। তবে লক্ষ্য জয় ছিনিয়ে নিলেও হেরে গেলেন এইচ এস প্রণয়। এছাড়াও ডাবলসে ভারতের অন্য়তম শক্তিশালী জুটি চিরাগ-সাত্ত্বিক জুটিকেও হার মানতে হয়। কমনওয়েলথ গেমসে চ্যাম্পিয়ন লক্ষ্য টুর্নামেন্টের পঞ্চম বাছাই ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী জোনাথন ক্রিশ্চির বিরুদ্ধে খেলতে নামবেন শেষ চারের লড়াইয়ে।

ডাবলসে চিরাগ-সাত্ত্বিক জুটি লড়াই করে হার মানেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন চিনের জুটি লি ইয়াং-ওয়াং চি লান জুটির বিরুদ্ধে। টানা ১২ ম্যাচ এর আগে জয় ছিনিয়ে নিয়েছিল এই ভারতীয় জুটি। অবশেষে এদিন লড়াইয়ের পর ১৫-২১, ২৫-২৩, ১৬-২১ ব্যবধানে হার মানতে হয় চিরাগ-সাত্ত্বিক জুটিকে। অন্যদিকে, ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী লক্ষ্য সেন চলতি মাসের শুরুর দিকে কানাডা সুপার ৫০০ ওপেন জিতেছিলেন। 

উল্লেখ্য, মাসখানেক আগেই অ্যারন চিয়া, উই ইয়ক শো জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন জিতেছিলেন সাত্ত্বিকরা। এরপর জিতেছিলেন কোরিয়ান ওপেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই তথা বিশ্বের এক নম্বর পুরুষ শাটলার জুটি ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আর্দিয়ান্তোকে হারিয়ে দিয়েছিলেন ভারতীয় তারকারা।প্রথম গেমে পিছিয়ে পড়লেও পরের দুই গেমে ইন্দোনেশিয়ান জুটিকে দাঁড়াতেই দেননি পুলেল্লা গোপীচাঁদের দুই ছাত্র। ১৭-২১, ২১-১৩, ২১-১৪ স্কোরলাইনে ম্যাচ জিতলেন সাত্ত্বিক-চিরাগ।