Sujoy Krishna Bhadra: সুজয়কৃষ্ণের সুপারিশেই বিধানসভায় তৃণমূলের টিকিট পেয়েছিলেন মানিক

বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মানিক ভট্টাচার্যের নাম সুপারিশ করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। শুক্রবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা ১২৬ পাতার চার্জশিটে একথা উল্লেখ করেছে ইডি। এই তথ্য দিয়ে ইডি দাবি করেছে, এতেই স্পষ্ট সুজয়কৃষ্ণবাবু মানিক ভট্টাচার্যের কতটা ঘনিষ্ঠ ছিলেন ও তিনি কতটা প্রভাবশালী।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজের পৈত্রিক বাড়ি নদিয়ার পলাশীপাড়া থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন মানিক ভট্টাচার্য। গত বছর ১১ অক্টোবর গ্রেফতারির পর আজ পর্যন্ত তাকে বহিষ্কার করেনি তৃণমূল। এমনকী তাঁর বিধায়ক পদও খারিজ হয়নি। নিয়োগ দুর্নীতিতে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত ৩০ মে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করে ইডি। শুক্রবার গ্রেফতারির ৫৯ দিনের মাথায় তাঁর বিরুদ্ধে ১২৬ পাতার চার্জশিট পেশ করেন গোয়েন্দারা।

চার্জশিটের ৯০ পাতায় জানানো হয়েছে, মানিক ভট্টাচার্যের সঙ্গে সুজয়কৃষ্ণের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী হিসাবে তৃণমূল নেতৃত্বের কাছে মানিকের নাম সুপারিশ করেন সুজয়কৃষ্ণই। এমনকী মানিকের দফতরে অবাধ যাতায়াত ছিল সুজয়কৃষ্ণের।

ইডি আরও জানিয়েছে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার শিক্ষা ব্যবসায়ী তাপস মণ্ডল জেরায় জানিয়েছেন, কালীঘাটে বসতেন সুজয়কৃষ্ণ। সেখানে তাঁর সঙ্গে দেখা করতেন চাকরিপ্রার্থীরা। যার থেকে তাঁর নাম হয়েছে কালীঘাটের কাকু।

চার্জশিটে জানানো হয়েছে, ২০১৪ সালে প্রাথমিকে বেআইনিভাবে নিযুক্ত ৩২৫ জনের তালিকা মানিক ভট্টাচার্যের কাছে পৌঁছে দিয়েছিলেন সুজয়কৃষ্ণই। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও মানিকের কাছে পৌঁছে দিতেন তিনি। এই প্রথম নিয়োগ দুর্নীতির কোনও চার্জশিটে অভিষেকের নাম সরাসরি উল্লেখ করল ইডি।