ভাম বিড়াল কামড়ে দিচ্ছে!‌ কলকাতা পুরসভার মেয়রকে অভিযোগ জানালেন বাসিন্দারা

খাস কলকাতায় যেন গ্রামের ছোঁয়া। এবার এমনই ঘটনা ঘটেছে তিলোত্তমা কলকাতায়। পার্ক লেন, রয়েড স্ট্রিট বা ইলিয়ট রোড নামগুলির সঙ্গে জড়িয়ে আছে অভিজাতের ছাপ। সেখানে সম্পূর্ণ কালো চারপেয়ের অত‌্যাচার কেন সহ্য করবেন বাসিন্দারা?‌ এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মধ্য কলকাতার অভিজাত এলাকায়। বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে এই চারপেয়ে জন্তু রীতিমতো হামলা করছে। আবার অন্যান্য বাড়ির পোষা পাখি মেরে মুখে করে নিয়ে আসছে। এই ঘটনা উত্তরোত্তর বাড়তে থাকায় সহ্য করতে না পেরে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কাছে নালিশ ঠুকে দিয়েছেন বাসিন্দারা চারপেয়ের বিরুদ্ধে।

কে এই কালো চারপেয়ে প্রাণী? মেয়র ফিরহাদ হাকিম এমন অভিযোগ পেয়ে প্রথমে বেশ অবাক হয়েছিলেন। তারপর গোটা বিষয়টি নিয়ে পুরসভার অফিসারদের সঙ্গে বৈঠক করেন। তারপর নানা তথ্যপ্রমাণ জোগাড় করে মেয়র ফিরহাদ হাকিম জানান, এই কাণ্ডকারখানা আসলে ভাম বিড়ালের। চেতলা এলাকাতেও এই অত্যাচার আগে ছিল। তারপর আজ, শনিবার সংবাদমাধ্যমে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌আমার ঘরেও একসময় দৌরাত্ম্য ছিল ভাম বিড়ালের। কেবল তার বেয়ে ঘরে ঢুকে পড়ত। এখন যেখানে চেতলা সুইমিং পুল সেখানেই ছিল ভাম বিড়ালদের দাপাদাপি। বন দফতরকে বলে খালি করা হয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ কলকাতা শহরে খুব একটা এই ভাম বিড়ালের দেখা ইদানিংকালে ছিল না। এখন হঠাৎ শহরে ভাম বিড়ালের দাপাদাপি বেড়ে ওঠায় উৎস খোঁজা শুরু হয়েছে। তাতেই দেখা যাচ্ছে, এই ভাম বিড়াল শহরের বন্ধ কারখানায়, ঝোপে এবং পুরনো বাড়ির চিলেকোঠায় জায়গা করে নিয়েছে। এখন তারা বেরিয়ে এসে কামড়ে দিচ্ছে। ইলিয়ট রোড থেকে মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করেন বাসিন্দা নাদিরা আহমেদ। তিনি মেয়রকে অভিযোগ করেন, ‘বাড়ির পাশে একটা জায়গা ছিল। সেটা এখন বন্ধ আছে। এবার সেখানে চারপেয়েরা বাসা বেঁধেছে। তারা আঁচড়ে–কামড়ে দিচ্ছে। মেয়র আশ্বাস দেন ওই জায়গা পরিস্কার করে দেওয়া হবে।’‌ তখন তাঁর অনুরোধ, ওই জন্তুগুলিকে ধরুন। মেয়র জানান, এটা বন দফতর করতে পারে। ভাম বিড়াল দেখা গেলে ২৩৩৪ ৬৯০০ অথবা ২৩৫৮ ৩২০৮ নম্বরে ফোন করে খবর দিন।

আরও পড়ুন:‌ ভাটপাড়ার পানীয় জলে ভেসে আসছে পোকা, আতঙ্ক ছড়িয়ে পড়ল গোটা এলাকায়

তাহলে এখন কী করণীয়?‌ শহরে ভাম বিড়ালের উৎপাত অনেকদিন পর শোনা গিয়েছে। এখন বন দফতরকে খবর দিলে তারা এসে ভাম বিড়াল ধরে নিয়ে যাবে। ভাম বিড়ালকে পিটিয়ে মারা অপরাধ। বন‌্যপ্রাণী সংরক্ষণ আইনের শিডিউল ওয়ান তালিকায় পড়ে এই ভাম বিড়াল। এদের হত‌্যা আইনত অপরাধ। কিন্তু এদের থেকে সাবধান থাকতে হবে। জলাতঙ্ক অসুখ এরা কামড়ালে বা আঁচড়ালে হয়। তাই কামড়ে দেওয়া অত‌্যন্ত বিপজ্জনক। শহরে ভাম বিড়ালের আবির্ভাব অনেকে বিশ্বাসই করতে চাইছেন না। তবে মেয়র বলার পর সবাই সত্যটা জানতে পারলেন।