Viral Video: বাইরে তুমুল বৃষ্টি, একই ছাদের নিচে পাশাপাশি দাঁড়িয়ে একপাল হরিণ আর মানুষ! দেখুন ভিডিয়ো

সোশ্যাল মিডিয়ায় যে কেবল মিম, ট্রোল বা চটুল ভিডিয়ো দেখা যায় এমনটা একদমই নয়। বরং মাঝে মধ্যে পশুদের মিষ্টি ভিডিয়ো সকলের মন ভালো হয়ে যায়। কখনও এসব ভিডিয়োয় দেখা যায় যে একজন ব্যক্তি একটা সিংহের সঙ্গে খেলছেন, কখনও বা পোষ্যের সঙ্গে খেলা করছেন কেউ, না এমন কিছুই। এবার এমনই তবে অন্য রকম একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা দেখে মুগ্ধ সবাই। সেখানে একপাল হরিণকে মানুষের সঙ্গে একই ছাদের নিচে আশ্রয় নিতে দেখা গেল ভারী বৃষ্টিতে।

তন্সু ইয়েগেন নামক এক ব্যক্তি এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। চারপাশ বৃষ্টির দাপটে একেবারে সাদা হয়ে গিয়েছে। তারপরই দেখা গেল অত বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি বাড়ির নিচে বহু মানুষের সঙ্গে একপাল হরিণ আশ্রয় নিয়েছে। তারা পাশাপাশি দাঁড়িয়ে আছে।

সেই ব্যক্তি এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, ‘জাপানের একটি শহর নারার বর্তমান অবস্থা।’ গত ২৬ জুলাই এই ভিডিয়ো পোস্ট করা হয়। তারপর মাত্র কদিনে এই ভিডিয়োর ভিউজ ৩৩ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। অনেকেই কমেন্ট করেছেন এখানে।

এক ব্যক্তি লেখেন, ‘এটা দেখে সত্যি ভীষণ ভালো লাগে।’ ‘মানুষ এবং পশুর এই পাশাপাশি সহাবস্থান দেখে ভীষণই ভালো লাগল।’ আরেক নেটিজেন লেখেন, ‘ওমা! কী মিষ্টি! বৃষ্টি হলেই সবসময় চাই পশুরা যেন এভাবেই কোথাও না কোথাও আশ্রয় পায়।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের ভিডিয়ো দেখে রবি ঠাকুরের কবিতার লাইন মনে পড়ে যায়, ‘রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা!’ পশু হত্যা, নির্যাতনের বদলে যদি বারবার এই ছবি ধরা পড়ত কত ভালো হতো তাই না?