Bengal Delivery Boy: এবার কি পিএফ পাবেন ডেলিভারি বয়রা? বড় উদ্যোগ নিচ্ছে শ্রমদফতর

দিন নেই, রাত নেই বাইক নিয়ে ছুটে চলেছেন যুবক যুবতীরা। পেছনে ভারী ব্যাগ। জিনিসপত্র, খাবার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারলেই কিছু কমিশন। অল্প কিছু আয়ের আশায় এই পেশার উপর ভর করেই এগিয়ে যেতে চাইছেন অনেকেই। তবে এবার সেই ডেলিভারি বয় ও ডেলিভারি গার্লদের জন্য কিছুটা হলেও আশার কথা। এবার কার্যত সরকার মুখ তুলে চাইছে তাদের দিকে।

তাদের কিছুটা হলেও আর্থিক সুরক্ষার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার। এমনটাই সূত্রের খবর। সরকারের শ্রম দফতর এবার এনিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। মূলত রাজ্যের ডেলিভারি বয় ও গার্লদের সামাজিক সুরক্ষার জন্য এই বিশেষ ব্যবস্থা। অসংগঠিক ক্ষেত্রে কর্মরত এই ডেলিভারি বয় ও গার্লরা। তাঁদের আয়ের যেমন নির্দিষ্ট কোনও পরিমাণ নেই। তেমনি তাঁদের ভবিষ্যৎ কী হবে সেটাও তাঁরা জানেন না। শুধুই ছুটে চলা দিন রাত। তবে এবার তাঁদের জন্য ওয়েলফেয়ার বোর্ড তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে। মূলত তাঁদের কল্যাণের জন্য এই চিন্তাভাবনা করা হচ্ছে। নির্দিষ্ট তহবিলের মাধ্যমে তাঁদের পিএফের সুবিধা দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে।

বর্তমান সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক শুক্রবার এই ফাইলে সই করেছেন। সেক্ষেত্রে রাজ্যের প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ ডেলিভারি বয় ও গার্লদের জন্য় এবার খুশির খবর।

আসলে বর্তমানে অনেকেই অনলাইনের মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করে থাকেন। জামাকাপড়, সখের জিনিস, খাবার থেকে ঘর সাজানোর জিনিস সবই এখন অনলাইনে মেলে। পুজোর আগে এই জিনিসের চাহিদা আরও বাড়তে থাকে। অফারের দিনগুলোতেও হই হই করে বিক্রি হয় জিনিসপত্র। তবে ডেলিভারি বয় ও গার্লরাই এই জিনিসপত্র পৌঁছে দেন আপনার বাড়িতে। কিন্তু যাঁরা এই জিনিসপত্র পৌঁছে দেন তাঁদের জীবন অবশ্য় আলোতে বিশেষ ভরে ওঠে না। কারণ পদে পদে অনিশ্চয়তা গ্রাস করে তাঁদের। তবে এবার রাজ্যের শ্রমদফতর সেই ডেলিভারি বয় ও গার্লদের জন্য কিছুটা হলেও আশার কথা শোনাচ্ছে।