Riverfront Complex: আর্মেনিয়ান ঘাটের কাছে এবার বাণিজ্যিক কমপ্লেক্স, গঙ্গাপাড়ে এলাহি ব্যাপার, কী কী হবে জেনে নিন

একেবারে ফাটাফাটি উদ্যোগ। সামনে বয়ে চলেছে গঙ্গা। আর তার সামনে স্ট্র্যান্ড রোড বরাবর নদীর দিকে মুখ করে বাণিজ্যিক কমপ্লেক্স। মানে Riverfront Commercial complex। মিলেনিয়াম পোস্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার তরফে সম্প্রতি একটি ই-টেন্ডার আহ্বান করা হয়। ভারতীয় বা বিদেশি উদ্যোগপতিরা মনে করলে এখানে বাণিজ্যিক কমপ্লেক্স গড়ে তুলতে পারেন।

কলকাতা শহরের একেবারে প্রাণকেন্দ্রে একেবারে গঙ্গার ধার বরাবর গড়ে উঠতে পারে এই বাণিজ্যিক কমপ্লেক্স। সূত্রের খবর, আর্মেনিয়ান ঘাটের চারদিকে গড়ে উঠতে পারে এই বাণিজ্যিক কমপ্লেক্স। বর্তমানে হুগলি নদীর পশ্চিম দিকে হাওড়া ব্রিজের কাছেই রয়েছে আর্মেনিয়ান গুদামঘর। হাওড়া স্টেশনের উলটো দিকে রয়েছে এই গুদাম ঘর।

তবে এলাকার পরিবেশকে বিপন্ন না করে যাতে গোটা প্রকল্পকে বাস্তবে রূপ দেওয়া যায় তার চেষ্টা করা হবে। কারণ গঙ্গার ধারে এই ধরনের প্রকল্প রূপায়ন করলে সেক্ষেত্রে পরিবেশের দিকটি খেয়াল রাখতেই হবে। গঙ্গায় যাতে কোনওভাবেই দুষণ না ছড়ায় সেটাও দেখতে হবে। অন্যদিকে ওই জায়গাটিরও ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেখানে নতুন কিছু নির্মাণ করতে গেলে স্বাভাবিকভাবেই জায়গাটির ঐতিহাসিক গুরুত্বের উপর নজর রাখতেই হবে। শহরে যারা আসবেন তাঁদের কাছেও কলকাতার ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রয়াস জারি রাখতে হবে।

এবার জেনে নেওয়া যাক ঠিক কী হতে পারে এই বাণিজ্যিক কমপ্লেক্সে?

আর্মেনিয়ান ঘাটকে কেন্দ্র করে এই বাণিজ্যিক কমপ্লেক্স তৈরি হতে পারে। এখানকার জেটিকে হেরিটেজ ট্যুরের জন্য় ব্যবহার করা হতে পারে। ঘাট সংলগ্ন এলাকায় সৌন্দর্যায়ন করা করা হবে। সেই সঙ্গেই এই সুবিশাল বাণিজ্যিক কমপ্লেক্সে শপিং মল, অফিস, ব্যাঙ্কোয়েট হল, অডিটোরিয়াম কার পার্কিংয়ের ব্যবস্থা, হোটেল সহ নানা ব্যবস্থা গড়ে উঠতে পারে। সব মিলিয়ে একেবারে মেগা উদ্যোগ। তবে সবটাই সময় সাপেক্ষ। তবে এটা তৈরি হয়ে গেলে হাওড়া স্টেশন থেকে বেরিয়েই সামনেই দেখতে পাবেন এই বিরাট প্রকল্প।