রিল জনপ্রিয় করার লোভে পেট্রোল দিয়ে বাইক ধুলেন যুবক, ভিডিয়ো ভাইরাল

যত কাণ্ড পেট্রোল পাম্পে! এক বাইক আরোহী তার বাইকটিতে তেল ভরানোর পর গোটা বাইকটি হোস পাইপ দিয়ে গাড়ি গাড়ি ধোয়ানোর মত করে পেট্রোল দিয়ে স্নান করান। কারণ? শুরুই ঝোঁকের বশে! রিল ভিডিও বানানোর জন্যই নাকি সে এমন অদ্ভুত কাজ করেছে। পেট্রোল পাম্পে সেই সময় উপস্থিত ব্যক্তিদের প্রাণহানির যথেষ্ট ঝুঁকি ছিল এই ঘটনার কারণে। কোনও বিপদ না হলেও এই ব্যক্তির উন্মাদের মত আচরণে তাজ্জব নেটদুনিয়া। আরিয়ান বিশ্বকর্মা নামে এক ব্যক্তি এই ভিডিওটি তার টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করে জনৈক ব্যক্তিটির শাস্তির দাবি জানিয়েছেন।

উত্তর প্রদেশের আমরোহায় একজন ব্যক্তি তার বুলেট মোটরবাইকটি পেট্রোলে ভিজিয়ে একটি পেট্রোল পাম্পে একটি রিল ফিল্ম করার জন্য এটিকে পুরোটা ঝাঁকিয়ে দেয়। সে পেট্রোল পাইপের মুখটি ধরে রাখে এবং পেট্রোলে টইটম্বুর করে দেয় তার বাইকটি। আশেপাশের মানুষজন দাঁড়িয়ে দেখে তাজ্জব বনে যায়। পেট্রোল চেম্বার ভরে যাওয়ার পরেও সে বাইকের ওপর পেট্রোল ছেটাতে থাকে ইচ্ছে মত।

(আরও পড়ুন: Viral video: রেল লাইনে নেচে নেচে রিল শ্যুট, মা-মেয়েকে গ্রেফতার করল রেল পুলিশ)

পরবর্তীতে ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন আরিয়ান বিশ্বকর্মা নামের এক ব্যবহারকারী। তিনি এই ব্যক্তির বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি পুলিশ হ্যান্ডেলকে ট্যাগ করেছেন। টুইটারের ভিডিওটি দেখে উত্তর প্রদেশ পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে গ্রহণ করেছে। জেলা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বলে সূত্রের খবর।

(আরও পড়ুন: Viral video: ঝরনার ধারে চলছিল ‘হিরো’সুলভ রিল শুট, হঠাৎই হড়কাল পা! ভাইরাল ভয়াবহ ভিডিয়ো)

এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, বর্তমান দুনিয়ায় রিলের ক্ষতিকারক প্রভাব নিয়ে। রিল ভিডিও’র নেশায় বুঁদ হয়ে মানুষে ঘটাচ্ছে একের পর এক অস্বাভাবিক ঘটনা। সপ্তাহ দুই আগেই রিল বানানোর জন্য স্টান্ট দিতে গিয়ে উত্তর প্রদেশের বারাণসীতে ব্রিজ থেকে পরে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনাগুলির ফলে আশেপাশের মানুষেরও ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। পেট্রোল নিয়ে বাইক ধোয়ানোর ভিডিও দেখে কার্যত হতভম্ব একাংশ নেটিজেন। বাইক আরোহী ব্যক্তিটি নিজে শুধু নয়। আশেপাশের লোকজনও চরম বিপদে পড়তে পারত এর ফলে।