লাল ফিতের গেরোয় আটকে কাজ, ভারত ছেড়ে আমেরিকায় ফেরার কথা ভাবছেন এই ব্যবসায়ী

বেঙ্গালুরু-ভিত্তিক একটি কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও ব্রিজ সিং  এক্স সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, বেঙ্গালুরুতে তিনি একটি কোম্পানি গড়ে তোলার চেষ্টা করেন । তিনি জানিয়েছেন, দু’মাস ধরে অনেক চেষ্টা সত্ত্বেও তার কোম্পানির রেজিস্ট্রেশন প্রক্রিয়া অসম্পূর্ণ রয়ে গেছে। পরিশ্রম-পরীক্ষা নিরীক্ষার পর হতাশ হয়ে মিস্টার সিং বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। ভবিষ্যতে অবশ্য আবারও এদেশে ফিরে কোম্পানি নিয়ে মাথা ঘামাবেন, এমনই মনে করা হচ্ছে।

(আরও পড়ুন: AI-এর ধাক্কায় কোন পেশার লোকেদের চাকরি যেতে পারে? বোঝালেন Google-র সুন্দর পিচাই)

ব্রিজ সিং এক্স প্ল্যাটফর্মে জানান, ‘ব্যাঙ্গালোর, ভারতকে আমি ভালোবাসি। কিন্তু আমি এখানে এক মাসে যতটা শিখেছি তার চেয়ে বে এরিয়াতে ৩ দিনে বেশি শিখতে পারি আমি। ভারতে একটি কোম্পানির রেজিস্ট্রেশন করার চেষ্টায় দুই মাস অতিবাহিত হয়েছে এবং এটি এখনও সম্পূর্ণ হয়নি৷ গ্রাহক, বিনিয়োগকারী এবং এমনকি সহযোগী প্রতিষ্ঠাতাদের কাছ থেকে পাওয়া সমস্যা-সমাধান বিষয়ক প্রতিক্রিয়াগুলি ভিন্ন ভিন্ন স্তরের। এখন আমার মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সময় এসেছে এবং আমি ভারাক্রান্ত হৃদয়ে একথা জানাচ্ছি।’

( আরও পড়ুন: Google ছেড়ে অন্য জায়গায় AI-এর কাজ করতে যাচ্ছেন কর্মীরা! কী ভাবছেন সুন্দর পিচাই?)

ব্রিজ সিংয়ের লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি ১৮ বছর ধরে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রযুক্তি এবং ফিনান্স সেক্টরে কাজ করছেন। অন্য একজন টুইটার ব্যবহারকারীর উত্তরে, তিনি জানিয়েছেন, তিনি বেঙ্গালুরুতে কাজ করার বিষয়ে সম্পূর্ণভাবে হাল ছেড়ে দিচ্ছেন না। তিনি বিশ্বব্যাপী বাজারের জন্য ভারতে একটি কোম্পানি তৈরির সুবিধার কথা স্বীকার করেছেন।

কেউ কেউ তার সিদ্ধান্তকে সমর্থন করেন। বেশ কয়েকজন বলেন, তাকে আরও একটু চেষ্টা করতে। কৌশল পরিবর্তনের উপদেশও দিয়েছেন কেউ কেউ। একই রকম অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন অনেকে।

(আরও পড়ুন: AI-এর কারণে কমতে পারে ৭,৮০০ চাকরি, বলছেন IBM-এর CEO)

একজন ব্যবহারকারী বলেছেন, ‘এতে ২ মাস সময় লাগবে কেন? আমি এক সপ্তাহের মধ্যে আমার এলএলপি বানিয়েছি। আপনার সিএ সংক্রান্ত কিছু সমস্যা হচ্ছে। সত্যি বলতে আপনি নিজেই একটি কোম্পানি রেজিস্টার করতে পারেন। এমনকি সিএ-এরও প্রয়োজন নেই৷ সর্বোচ্চ কয়েকদিন সময় লাগে এটি বানাতে।’