Blast in Pakistan: পাকিস্তানে ভিড়ে ঠাসা সভাস্থলে ভয়াবহ বিস্ফোরণ! অন্তত ৪০জনের মৃত্যু, আহত বহু

পাকিস্তানের উত্তর পশ্চিমের বাজুর জেলায় সভাস্থলে ভয়াবহ বিস্ফোরণ। পাকিস্তানের ইমাম ও রাজনৈতিক লোকজন এলাকায় সভার আয়োজন করেছিল। সেখানেই শক্তিশালী বোমা বিস্ফোরণ। বিকট শব্দ! সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, অন্তত ৪০জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। মৌলানা ফজলুর রেহমানের জমায়ত উলেমা ইসলাম পার্টির লোকজন খার এলাকায় সভা করছিল। জায়গাটি আফগানিস্তান লাগোয়া। সেখানেই বিস্ফোরণ। এপির ভিডিয়োতে দেখা গিয়েছে আহতদের কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে।

এপি সূত্রে খবর, আদম খান নামে এক ব্যক্তি জানিয়েছেন, বিকাল ৪টে নাগাদ আচমকাই বিস্ফোরণ। তার হাতে ও পায়ে স্প্লিন্টার লেগেছে। তিনি জানিয়েছেন, গোটা এলাকা ধোঁয়া, ধুলোতে ঢেকে যায়। আমি কয়েকজনের নীচে চাপা পড়ে যাই। এরপর কোনওরকমে সেখান থেকে উদ্ধার করা হয়।

তবে এখনও পর্যন্ত কেউ এর দায় স্বীকার করেনি। এদিকে এখনও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, বাজার সংলগ্ন এলাকায় একটি সভা হচ্ছিল। কিন্তু এত লোকের ভিড় যে বাইরে তাঁবু করে দিতে হয়। সেখানেও গিজগিজ করছে লোক। আর সেখানেই ভয়াবহ বিস্ফোরণ।

ঘটনায় অন্তত ২০০জন জখম হয়েছেন বলে খবর। এদিকে গোটা ঘটনার তদন্তের দাবিতে সরব সংগঠনের নেতৃত্ব। নেতৃত্বরা জানিয়েছেন, রক্তের সংকট মেটাতে এগিয়ে আসুন। হাসপাতালে দ্রুত পৌঁছনর জন্য আবেদন করা হয়েছে। সংগঠনের প্রধান মৌলনা ফজলুর রেহমান জানিয়েছেন, সকলে শান্তি বজায় রাখুন। সরকার সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করছে। সূত্রের খবর, এক নেতার আসার কথা ছিল। তিনি আসার আগেই ভয়াবহ বিস্ফোরণ । অনেকেই মারাত্মকভাবে জখম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।