Buddhadeb Bhattacharjee health update: চোখে মেলে তাকাচ্ছেন, দিচ্ছেন সাড়া, তবে এখনও সংকটজনক বুদ্ধবাবু, সকালে স্ক্যান

জ্ঞান ফিরেছে। চোখ মেলে তাকাচ্ছেন। নাড়ছেন মাথা। তবে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও বেশ সংকটজনক। হাসপাতাল সূত্রে এমনই খবর মিলেছে। সূত্রের খবর, নতুন করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়নি। সংকটজনকে হলেও স্থিতিশীল আছেন তিনি। আপাতত ভেন্টিলেশনে রাখা হয়েছে। দফায়-দফায় ইনসুলিন দেওয়ার পর কমেছে সুগার। ফুসফুসে সংক্রমণ থাকলেও তাঁর হৃদপিণ্ড ভালোভাবে কাজ করছে। যা চিকিৎসকদের কিছুটা আশ্বস্ত করছে বলে সূত্রের খবর। যাঁরা সোমবার সকালে বুদ্ধবাবুর সিটি স্ক্যান করার বিষয়ে ভাবনাচিন্তা করছেন বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ‘রাজনৈতিক ছোটলোক,’ কুণালকে পালটা ধুয়ে দিলেন অধীর, ‘বুদ্ধবাবু ভালো’ প্রশংসায় মদন-শতাব্দী

রবিবার সন্ধ্যায় হাসপাতালের তরফে বুলেটিন জারি করার পর রাতে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, সন্ধ্যার পর থেকে বুদ্ধবাবুর শারীরিক অবস্থা মোটমুটি একইরকম আছে। শারীরিক অবস্থার উন্নতি না হলেও আপাতত স্থিতিশীল আছেন বুদ্ধদেববাবু। আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে হাসপাতাল সূত্রে খবর। ওই মহলের দাবি, সোমবার সকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ক্যান করানোর বিষয়ে ভাবনাচিন্তা চলছে। তাঁর অ্যান্টি-বায়োটিক পরিবর্তন এবং সম্পূর্ণ ভেন্টিলেশনে দেওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গিয়েছে। তাই আপাতত স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

(বিস্তারিত পরে আসছে)