Vastu Tips : These Faults In Home Temple May Lead To Poverty In Family

কলকাতা : বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি জায়গার আলাদা গুরুত্বের কথা বলা হয়েছে। বিশেষ করে, বাড়িতে থাকা ছোট মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির মন্দির থেকে বেশিরভাগ ইতিবাচক শক্তি বের হয়। এর প্রভাব বাড়ির সদস্যদের জীবনে পড়ে। পুজোর ঘরে কিছু ভুল এই শক্তিকে নেতিবাচক শক্তিতে পরিণত করে তুলতে পারে। তখন বাড়িতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। জেনে নিন বাড়ির মন্দির সংক্রান্ত বাস্তুর নিয়ম।

ঘরের পুজোর জায়গার ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখুন-

  • বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির মন্দিরে মূর্তি রাখার বিশেষ নিয়ম রয়েছে। মন্দিরে কখনোই গণেশের তিনটি ছবি বা মূর্তি রাখা উচিত নয়। এটাকে অশুভ মনে করা হয়। বাড়ির মন্দিরে বড় মূর্তি রাখা উচিত নয়। 
  • বাড়ির মন্দিরে শিবলিঙ্গ রাখার সময় কিছু বিষয় মাথায় রাখুন। ঘরে রাখা শিবলিঙ্গ কখনই বুড়ো আঙুলের আকারের থেকে বড় হওয়া উচিত নয়। বাড়ির মন্দিরে ছোট শিবলিঙ্গ রাখা শুভ।
  • পুজো করার সময় এটাও মাথায় রাখতে হবে যে, পুজোর মাঝখানে প্রদীপ যেন কখনোই নিভে না যায়। এমনটা অশুভ বলে মনে করা হয়।
  • বাস্তুশাস্ত্র অনুসারে, মৃত এবং পূর্বপুরুষের ছবি কখনোই বাড়ির মন্দিরে রাখা উচিত নয়। পূর্বপুরুষের ছবি সবসময় বাড়ির দক্ষিণ দেওয়ালে লাগাতে হবে।
  • মন্দিরে দেবতার কাপড় ছিঁড়ে গেলে বা কোনও ভাঙা বা নষ্ট জিনিস থাকলে তা অবিলম্বে মন্দির থেকে সরিয়ে ফেলুন। ছেঁড়া কাপড় ও ভাঙা জিনিস মন্দিরে রাখলে ঘরে দারিদ্র আসে।
  • বাস্তু অনুসারে, ঘরের মন্দিরে কখনোই আবর্জনা বা ভারী জিনিস রাখা উচিত নয়। বাড়ির মন্দিরে শুধু ঈশ্বরের মূর্তি ও ছবি থাকতে হবে।
  • মন্দিরে পুজোর সময় যে উপাসনা সামগ্রী দেওয়া হয়, যেমন- ফুল, মিষ্টি, ধূপকাঠির ছাইও জমতে দেওয়া উচিত নয়। এতে পরিবারে নেতিবাচকতা বাড়ে।

ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন ; বেতন বাড়ছে না, প্রমোশন বন্ধ হয়ে গেছে, তাই অফিস ডেস্কে রাখুন এই জিনিসগুলো

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator