Mamata on Buddhadeb’s health: ‘উনি আমায় হাত নাড়লেন, ভালো আছেন’ বুদ্ধদেব, উডল্যান্ডস থেকে বেরিয়ে জানালেন মমতা

প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে সন্তোষপ্রকাশ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী। সোমবার বিকেলে উডল্যান্ডস হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে বেরিয়ে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জ্ঞান আছে। ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। আপাতত রাখা হয়েছে বাইপ্যাপ সাপোর্টে। তাঁকে দেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী হাতও নেড়েছেন বলে জানান মমতা। তিনি বলেন, ‘(প্রাক্তন মুখ্যমন্ত্রী) জ্ঞান আছে ভালোই। হাত নাড়লেন। ভেন্টিলেশন থেকে খুলে নেওয়া হয়েছে। বাইপ্যাপ সাপোর্টে আছেন। বিভিন্ন মানদণ্ড অনেকটা ঠিক আছে বলে মনে হচ্ছে।’

আরও পড়ুন: Buddhadeb Bhattacharya Health Update: ‘ছাড়ব বলে সিগারেট-বিরিয়ানি ধরিনি’, ১০ দিন আগেও নাকি এমনই বলেছেন বুদ্ধবাবু

উডল্যান্ডসে বুদ্ধদেবকে দেখতে এলেন মমতা- আপডেট

— চিকিৎসক বলেন, ‘আজ সকাল থেকেই আলোচনা চলছিল। কিছুক্ষণ আগে বুদ্ধদেবকে ভেন্টিলেশন থেকে বের করে আনা হয়েছে। আপাতত বাইপ্যাপ সাপোর্টে আছেন। ঘণ্টায়-ঘণ্টায় বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আপাতত স্থিতিশীল আছেন, তাঁকে কড়া পর্যবেক্ষণের মধ্যে রাখা হচ্ছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আমরা খুশি। আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি যে উনি পারবেন।’

আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির উন্নতি, ইনভেসিভ ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে

— মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি (আমায় দেখে) হাত নাড়লেন। ভেন্টিলেশন থেকে খুলে নেওয়া হয়েছে। বাইপ্যাপ সাপোর্টে আছেন। বিভিন্ন শারীরিক মানদণ্ড অনেকটা ঠিক আছে বলে মনে হচ্ছে। তবে চিকিৎসকরা বলতে পারবেন।’ সেটা বলেই চিকিৎসকের হাতে মাইক তুলে দেন মমতা।

— মমতা বলেন, ‘হাসপাতালে চিকিৎসা চলছে। খুব ভালোমতো চিকিৎসা চলছে। মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। আমার দেখে যতটা মনে হল যে উনি আমায় দেখে হাত নাড়ছেন।’

— ১০ মিনিটের মতো হাসপাতালে থাকলেন মমতা। তারপর বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী। এবার তিনি কিছু বলবেন। কী বলবেন তিনি, সেদিকে নজর আছে।

— সূত্রের খবর, হাসপাতালে ঢুকেই সোজা প্রাক্তন মুখ্যমন্ত্রীর কেবিনের কাছে গিয়েছেন মমতা। সেখানে চিকিৎসকদের থেকে বুদ্ধদেবের স্বাস্থ্য নিয়ে খোঁজখবর নেন।

— প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে এলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ আলিপুরের বেসরকারি হাসপাতাল উডল্যান্ডস হাসপাতালে ঢোকেন।

কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য?

গত শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভরতি করা হয়। প্রাথমিকভাবে বাইপ্যাপ সাপোর্টে ছিলেন। পরে শনিবার রাতের দিক ভেন্টিলেশনে দেওয়া হয়। আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সূত্রের খবর, এখনও ফুসফুসে সংক্রমণ আছে বুদ্ধদেবের। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে সূত্রের খবর।